বিহারে আরজেডি, বামেদের সঙ্গে জোট গড়ে মহাগঠবন্ধনের ছাতায় লড়ছে কংগ্রেস। বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস লড়বে ৯টি-তে। ৯টি আসনের মধ্যে এদিন রাতে দুটিতে প্রার্থী ঠিক করে ফেলল হাত শিবির। সূত্রের খবর, এআইসিসি-র বৈঠকে চূড়ান্ত হয়েছে গতবারের জেতা সাংসদ মহম্মদ জাভেদ-কে কিষাণগঞ্জ থেকে দাঁড় করানো হবে। অন্যদিকে, ২০১৯ লোকসভায় অল্প ব্যবধানে হারা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তারিক আনোয়ার-কে কাটিহার আসনে হাত প্রতীকে লড়তে দেওয়া হচ্ছে। আগে এনসিপি-র হয়ে লড়ে কাটিহারের সাংসদ ছিলেন তারিক।
পরে কংগ্রেসে ফিরে এসে লড়ে ২০১৯ লোকসভায় জেডি (ইউ)-য়ের দুলাল গোস্বামীর কাছে ৫৭ হাজার ভোটে হারেন। কাটিহার ও কিষাণগঞ্জ দুটি আসনেই এনডিএ-র প্রার্থী নীতীশ কুমারের দলের জনতা দল ইউনাইটেড।
দেখুন খবরটি
Congress Central Election Committee has finalised the name of Tariq Anwar from Katihar Lok Sabha constituency and Mohammad Javed for Kishanganj Lok Sabha constituency in today's meeting: Sources
— ANI (@ANI) March 31, 2024
দেখুন খবরটি
Lok Sabha Elections 2024 | Congress releases list of star campaigners including Mallikarjun Kharge, Sonia Gandhi, Rahul Gandhi, Priyanka Gandhi Vadra, DK Shivakumar, Digvijaya Singh, Sachin Pilot and others for Uttar Pradesh. pic.twitter.com/ms7N3D4lOl
— ANI (@ANI) March 31, 2024
এদিকে, আসন্ন লোকসভা নির্বাচনে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-র সঙ্গে তারকা প্রচারকের তালিকায় আছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, রাজস্থানের বিধায়ক সচিন পাইলট, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।