Mallikarjun Kharge (Photo Credits: X)

নতুন দিল্লি, ২০ অক্টোবর: অসম ও মধ্যপ্রদেশে হতে চলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। আগামী ১৩ নভেম্বর হতে চলা উপনির্বাচনে বিজেপি শাসিত দুই রাজ্য- অসমের চারটি ও মধ্যপ্রদেশের ২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ হওয়ায় বুধনি বিধানসভা থেকে পদত্যাগ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজের বুধনিতে রাজকুমার প্যাটেল-কে প্রার্থী করল কংগ্রেস। ২০২৩ মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ৭০ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন শিবরাজ। টানা পাঁচবার বুধনি থেকে জিতে বিধায়ক হয়েছিলেন শিবরাজ। তাঁর পরিবর্তে উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন সাংসদ রমাকান্ত ভার্গবকে।

শিবরাজের ছেলে কার্তিকেয় চৌহানের নাম বিজেপি প্রার্থী হওয়ার দৌড়ে ছিল বলে খবর। বিজয়পুরে কংগ্রেস টিকিট দিল মুকেশ মালহোত্রা-কে। প্রসঙ্গত, এবার লোকসভায় মধ্যপ্রদেশের ২৫টি আসনেই বিজেপি জিতেছে। অসমের ধোলাই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ।

উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীরা

সিদলি, বনগাঁয়গাঁও এবং শামাগুরিতে হাত চিহ্নে লড়বেন যথাক্রমে সঞ্জীব ওয়ারলে, বরেনজিত সিনহা ও তানজিল হুসেন। সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় নিয়ে জটিলতায় বাংলার ৬টি কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস।