বিরোধীদের বিক্ষোভের জেরে ফের তৃতীয় দিনেও মুলতুবি হল বাদল অধিবেশন। বিহারের (Bihar Assembly Election 2025) ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বিরোধীতা নিয়ে এদিন সকাল থেকেই প্রতিবার শুরু করেছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি সহ একাধিক বিরোধীা দলের সাংসাদরা। লোকসভা, রাজ্যসভা, দুই জায়গাতেই কার্যত একই চিত্র দেখা যায়। লোকসভার অধ্যক্ষ ওম বিরলা একাধিকবার বিরোধীদের সংযত হতে বলেন। কিন্তু তাঁরা সেসবে কর্ণপাত করেন না। সেই কারণে অধিবেশন দুপুর ১২টা অবধি মুলতুবি করে দেওয়া হয়েছে।

এসআইআর ইস্যু নিয়ে উত্তাল শাসক বিরোধী তরজা

এদিন সংসদের বাইরে বেরিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, এবার সকলে ব্যাপারটি বুঝতে পারবে। আমরা চাই পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ভোটার তালিকা থেকে যাঁদের বাদ দেওয়া হবে, এবং নতুন তালিকা প্রকাশ কবে। দেশে চুরি করা হচ্ছে ভোট। অন্যদিকে, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে আশাবাদী এলজেপি (রামবিলাস) সাংসদ চিরাগ পাসোয়ান। তিনি বলেন, নির্বাচনেোর আগে অবশ্যই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আমার মতে প্রতিটি রাজ্যেই নির্বাচনের আগে এই প্রক্রিয়া শুরু করা উচিত।

প্রসঙ্গত, গতকাল থেকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে উত্তাল ছিল সংসদের দুই কক্ষ। বিরোধীরা চেয়েছেছিলেন অপারেশ সিঁদুরের পাশাপাশি এই নিয়েও আলেচনা করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কোনও আলোচনা হয়নি। বরং বুধবার তিনি বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন