Dating App Crime: তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এক তরুণীকে ডেটিং অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে ছিনতাই ও হুমকি দেওয়ার অভিযোগে তোলপাড়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ছ’মাস ধরে ওই তরুণী পাপনায়াকন পালায়ম এলাকার একটি হোস্টেলে থাকতেন এবং কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছিলেন। জানা যায়, অভিযুক্ত তরুণ তরুণীর সঙ্গে অনলাইনে পরিচয় হয় একটি ডেটিং বা মিটিং অ্যাপের মাধ্যমে। ২৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম তরুণ। কয়েকদিনের কথোপকথনের পর তারা গত ২ নভেম্বর সরাসরি দেখা করার সিদ্ধান্ত নেন।
কীভাবে হয় পুরো অপরাধের ঘটনাটি
তারা কোয়েম্বাটুরের আভিনাশি রোডে একটি বেসরকারি কলেজের কাছাকাছি দেখা করেন। অভিযোগ অনুযায়ী, তরুণ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরবাইকে সেখানে পৌঁছায়। এরপর তিনজন মিলে তরুণীকে হুমকি দিয়ে তাঁর কাছ থেকে পাঁচ সোভরেন সোনার গয়না ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপরও অত্যাচার থামেনি। তারা জোর করে তরুণীকে গান্ধীপুরম এলাকার একটি হোটেল কক্ষে নিয়ে যায়। সেখানে তাঁকে আরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ, তারপর তিনজনই পালিয়ে যায় চুরি করা সামগ্রীসহ।
দেখুন খবরটি
Woman meets up with online friends, they rob her, then book hotel room for her
The woman, who has been staying at a hostel in the Papanayakan Palayam area for the past six months and works as a content writer at a private firm, reportedly became acquainted with a man named Tarun… pic.twitter.com/EqtCyk0QkD
— IndiaToday (@IndiaToday) November 9, 2025
থানায় অভিযোগ দায়ের হয়
এরপর সেই তরুণী কোয়েম্বাটুরের রেস কোর্স থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যেই তরুণ ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।