সপ্তাহদুয়েক পেরিয়েছে তামিলনাড়ুর কারুরে পদপিষ্টের (Karur Stampede Case) ঘটনার। ১০ জন শিশু সহ মোট ৪১ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এই দুর্ঘটনার পর নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। ঘটনার তদন্তে নেমে ২ টিভিকে কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়ের হয়েছে ২ নেতা, দলের সাধারণ সম্পাদক এন বাসি আনন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় দলের সুপ্রিমো অর্থাৎ সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি। যদিও সেদিনে জনসভার প্রধান বক্তা ছিলেন বিজয়ই।

বিধানসভা ওয়াক আউট বিরোধীদের

এদিকে এই ঘটনার নিয়ে বুধবার সকাল থেকেই উত্তাল হয়েছে তামিলনাড়ুর বিধানসভা। অধিবেশন চলাকালীন বিরোধী বিধায়কদের বিক্ষোভের মুখে পড়ছে রাজ্য সরকার। ওয়াক আউট করে বেরিয়ে যান বিরোধী বিধায়করা। যদিও এদিন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সাফ জানিয়েছেন, কারুরে পদপিষ্টের ঘটনায় রাজ্য সরকার বা প্রশাসনের কোনও গাফিলতি ছিল না। আয়োজকরা বিজয় কখন আসবেন, সেই নিয়েই স্পষ্ট ছিল না। প্রথমদিকে তাঁর ৩টের সময় আসার কথা ছিল। কিন্তু টিভিকে-র কর্মীরা দুপুরের দিকে অনুষ্ঠানের সময় এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো পুলিশ ও নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল।

টিভিকে-র কাঁধেই দোষ চাপালেন স্ট্যালিন

কিন্তু বিজয় সভাস্থলে আসেন নির্দিষ্ট সময়ের ৭ ঘন্টা পরে। ততক্ষণে জনতার ভিড় দ্বিগুন হয়ে গিয়েছিল। এমনকী সভাস্থলে পানীয় জল ও মহিলাদের বাথরুমে যাওয়ার জন্য সাধারণ ব্যবস্থাপনাও ছিল না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এছাড়া পদপিষ্টের সময় ঘটনাস্থলে অসুস্থদের উদ্ধার করার জন্য স্বাস্থ্যকর্মীরা গেলে তাঁদের ওপর হামলা হয়। অ্যাম্বুলেন্সের চালক আক্রান্ত হয়েছিলেন। ইতিমধ্যেই রাজ্য সরকার এই ঘটনার পর ব্যবস্থা নিয়েছে।