Citizenship Amendment Act Protest: অসমে বেসরকারি সংবাদমাধ্যমের অফিসে ঢুকে কর্মীদের মারধর, ঘটনায় উদ্বেগ প্রকাশ এডিটর্স গিল্ডের
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল অসম। রাস্তায় রাস্তায় জ্বলছে আগুন। চলছে বিক্ষোভ মিছিল। বেশ কয়েকটি জায়গায় কারফিউ-ও জারি করা হয়েছে। এহেন পরিস্থিতিতে প্রাগ নিউজ চ্যানেলের অফিসে হামলা চালাল পুলিশকর্মীরা। গোটা ঘটনাটির তীব্র বিরোধিতা করে তদন্তের নির্দেশ দিল এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া।
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল অসম। রাস্তায় রাস্তায় জ্বলছে আগুন। চলছে বিক্ষোভ মিছিল। বেশ কয়েকটি জায়গায় কারফিউও জারি করা হয়েছে। এহেন পরিস্থিতিতে প্রাগ নিউজ চ্যানেলের অফিসে ঢুকে মারধর করে পুলিশ কর্মীরা। গোটা ঘটনাটির তীব্র উদ্বেগ প্রকাশ করে তদন্তের দাবি জানাল এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া।
প্রাগ নিউজ অসমের একটি বেসরকারি নিউজ চ্যানেল। সেই নিউজ চ্যানেলের অফিসে ঢুকে সাংবাদিকদের উপর মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতে। ভিডিওটিতে দেখা গিয়েছে, একদল পুলিশ কর্মী আচমকাই প্রাগ নিউজ চ্যানেলের অফিসে ঢুকে 'হামলা' চালাতে শুরু করে। বিশেষ করে ক্যামেরাম্যানদের মারধর করে তারা। গোটা ঘটনাটিতেই চরম উদ্বেগ প্রকাশ করেছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া।আরও পড়ুন: Dwitiyo Purush teaser launch: ৯ বছর পর 'বাইশে শ্রাবণ'-র সিক্যুয়েল ছবিতে সৃজিতের চমক
এই প্রসঙ্গে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, 'প্রতিটি সংবাদমাধ্যমের দায়িত্ব সমাজে ঘটে চলা সমস্ত ঘটনা স্বচ্ছভাবে তুলে ধরা এবং সাধারণ মানুষকে ওয়াকিবহল করে তোলা।'
Instagram-এ এই পোস্টটি দেখুন
-এ Prag News (@pragnewsofficial) -এর দ্বারা একটি পোস্ট শেয়ার করা হয়েছে
অসমে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই সেই বিক্ষোভের ছবি ভিডিও ও খবর করা থেকে বিরত থাকত বলে নির্দেশিকা পাঠায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এডিটর্স গিল্ড এনিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। গিল্ডের বক্তব্য, "এই ধরণের নির্দেশিকা সংবাদমাধ্যমের কাজের প্রতি প্রশ্ন তুলছে। স্বাধীনভাবেও কাজ করতেও বাধা পাবে সংবাদমাধ্যম।" সেই কারণে অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহার করারও দাবি জানিয়েছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া।