Chirag Paswan: আরও একবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)-কে তোপ দাগলেন এনডিএ-র সহযোগী তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের। বিজেপি (BJP)-র বন্ধু কিন্তু নীতীশের শত্রু চিরাগ এবার এনডিএ (Nitish Kumar)-ছেড়ে বিহার বিধানসভায় (Bihar Assembly Elections 2025) একলা চলো রে-র পথে। যেটা হলে বিজেপির পক্ষে মোটেও ভাল হবে না। পটনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে খুন, গয়ায় চলন্ত অ্যাম্বুলেন্সে ২৬ বছরের মহিলাকে ধর্ষণ সহ নানা ঘটনার কথা বলে বিহারে নীতীশ কুমারের সরকারকে তোপ দাগলেন চিরাগ।
বিহারে জঙ্গল রাজের কথা মোদী সরকারের মন্ত্রী চিরাগের
রামবিলাস পাসোয়ানের পুত্র এলজিপি (রামবিলাস) প্রধান চিরাগ বললেন, " এটা আমার কাছে খুব লজ্জার ব্যাপারে আমি এমন একটা সরকারকে সমর্থন করছি যাদের রাজ্যের আইনশৃঙ্খলার ওপর কোনও নিয়ন্ত্রণ নেই। এখানে যে খুশি করতে পারে। হয় এখানের সরকার অপদার্থ অথবা এরা অপরাধীদের যা খুশি করার লাইসেন্স দিয়েছে।"
দেখুন নীতীশ কুমারের সরকারকে তোপ দেগে ঠিক বললেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান
BREAKING : Chirag Paswan has exposed his own BJP alliance govt in Bihar
"I feel ashamed to support a govt under which crime is touching roof and there's no accountability" 👏
He should leave NDA and set example 🔥 pic.twitter.com/b8uuGREZYG
— Amock_ (@Amockx2022) July 26, 2025
কেন্দ্রীয় মন্ত্রী হলেও এবার বিধানসভা ভোটে লড়বেন চিরাগ
প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান এবার প্রার্থী হয়ে বিধানসভায় লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সমস্য়া হল, বিজেপি ও জেডি(ইউ)-য়ের আসন সমঝোতার পর চিরাগের পার্টির জন্য তেমন বিশেষ সংখ্যক আসন থাকবে না। তাই চিরাগ হয়তো একাই সব আসনে লড়বেন।