নয়াদিল্লিঃ সামনেই মহারাষ্ট্রে(Maharashtra) ভোট। তার আগে এক কথায় দারুণ মাস্টারস্ট্রোক শিন্ডে সরকারের(Eknath Shinde Government)। আজ মধ্যরাত থেকেই রাজ্যজুড়ে টোল ফি(Toll Fee) প্রত্যাহার করে নিল মহারাষ্ট্র সরকার। আজ মধ্যরাত থেকেই মুম্বইয়ে(Mumbai) প্রবেশ করার জন্য যে ৫ টি বুথ অর্থাৎ দাহিসার, এলবিএস রোড-মুলুন্দ, ইস্টার্ন এক্সপ্রেসওয়ে হাইওয়ে-মুলুন্দস আইরোলি ক্রিক ব্রিজ ও ভাসিতে টোল ফি দিতে হয় তা আর দিতে হবে না। তবে এই সুবিধা শুধু ছোট গাড়ির জন্য। বড় গাড়ি বা ট্রাকের ক্ষেত্রে টোল ফি বাধ্যতামূলক। দীপাবলির আগে মুম্বইতে আসা ও শহর ছেড়ে যাওয়া মানুষদের জন্য এই খবর স্বাভাবিকভাবেই বড় স্বস্তির। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই এই দাবি জানিয়ে আসছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ও শিবসেনার একাংশ। উদ্ধব ঠাকরে ও শিন্ডেগোষ্ঠীর সেনা শিবিরের একাংশ মুম্বইয়ের সমস্ত বুথে টোল মকুবের দাবি জানান। অবশেষে মহারষ্ট্র ভোটের আগেই বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, "মুম্বই এন্ট্রি পয়েন্টে, টোল প্লাজায় ব্যাপক ট্র্যাফিক জ্যাম ছিল। গত কয়েক বছর ধরে এটাই ছিল মানুষের অন্যতম সমস্যা। আমিও খুশি যে আমি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন লক্ষাধিক ছোট গাড়িকে টোল থেকে অব্যাহতি দিতে পারছি।, এতে মানুষের সময় বাঁচবে অন্যদিকে দূষণও কমবে। পাশাপাশি যানজটের সমস্যাও মিটবে।"
ভোটের আগে বড় সিদ্ধান্ত, মুম্বইকে টোল ট্যাক্স ফ্রি করল শিন্ডে সরকার
#WATCH | Maharashtra CM Ekanth Shinde says "At the Mumbai entry point, there used to be a traffic jam at the toll plaza. This was the demand of the people for the last several years. I am also happy that today, during my tenure as CM, lakhs of light motor vehicles have been… pic.twitter.com/7Zo0giUo5W
— ANI (@ANI) October 14, 2024