চেন্নাই, ১৩ জানুয়ারি: নেশার ঘোরে প্রাক্তন স্ত্রীকে কোপাল এক ব্যক্তি। তুতো ভাইয়ের সঙ্গে প্রাক্তন স্ত্রী সম্পর্কে জড়ানোর খবর পেয়ে জ্যোতি নামে ওই মহিলাকে কোপায় মনিকন্দন নামে চেন্নাইয়ের (Chennai) এক ব্যক্তি। শুনতে অবাক লাগলেও, এবার এমন ঘটনার সাক্ষী চেন্নাইয়ের মেডাভক্কম। রিপোর্টে প্রকাশ, মনিকন্দনের সঙ্গে তার স্ত্রী জ্যোতির বিচ্ছেদ হয়ে গেলে ওই মহিলাকে সন্তানকে নিয়ে থাকতেন। মনিকন্দনের সঙ্গে বিচ্ছেদের পর জ্যোতি প্রাক্তন স্বামীর তুতো ভাই কৃষ্ণমূর্তির সঙ্গে সম্পর্কে জড়ান। যা নিয়ে কৃষ্ণমূর্তি এবং জ্যোতির সঙ্গে বিবাদ বাধলে, ওই মহিলাকে কোপাতে শুরু করে মদ্যপ মনিকন্দন। কৃষ্ণমূর্তি বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর উপরও হামলা চালায় মনিকন্দন।
চিৎকার, চেঁচামেচি জেরে আশাপাশের লোকজন হাজির হয়ে জ্যোতি এবং কৃষ্ণমূর্তিকে উদ্ধার করে। তাঁদের দুজনকেই হাসপাতালে ভর্তি করা হলে, জ্যোতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জ্যোতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চিকিৎসকদের তরফে।
অন্যদিকে জ্যোতিকে কোপানোর পর মনিকন্দন পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ তাকে সঙ্গে সঙ্গে পাকড়াও করে।