দিল্লি, ৪ অক্টোবর: 'নাইজেরিয়া থেকে যে চিতা এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখান থেকেই ছড়াচ্ছে লাম্পি ভাইরাস।' এবার এমনই দাবি করলেন কংগ্রেস নেতা নানা পাটোলে। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে অভিযোগ করেন, 'নাইজেরিয়া থেকে চিতা এনেছে কেন্দ্র, তার থেকেই লাম্পি ভাইরাস ছড়াচ্ছে।'
Nana Patole who is Rahul Gandhi of Maharashtra says Lumpy Virus originated in Nigeria & it came because Modi ji brought Cheetahs! Cheetahs came from Namibia
Does he know Nigeria & Namibia are different nations? Congress has always spread such lies & rumours 1/n
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) October 3, 2022
নানা পাটোলে অভিযোগ করেন, 'নাইজেরিয়ায়' যে হারে লাম্পি স্কিন ভাইরাস ছড়াচ্ছ, সেখান থেকেই কেন্দ্রীয় সরকার চিতা এনেছে। তার থেকেই এবার এই ভাইরাস হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে বলে অভিযোগ করেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা।
লাম্পি ভাইরাস নিয়ে কংগ্রেসের নানা পাটোলের মন্তব্যের পর তা নিয়ে পালটা মন্তব্য করে বিজেপি। গেরুয়া শিবিরের নেতা শেহজাদ পুনাওয়ালা কটাক্ষ করে বলেন, নানা পাটোলে হলেন মহারাষ্ট্রের রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস সব সময় মিথ্যে ছড়ায় বলেও অভিযোগ করেন বিজেপি নেতা শেহজাদ করিম।