চণ্ডীগড়, ১৯ সেপ্টেম্বর: পঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)। টুইট করে জানালেন কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। তিনি বলেন, বিদায়ী কারিগরি শিক্ষামন্ত্রী চরণজিৎ সিং চন্নি কংগ্রেসের পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন অমরিন্দর সিং।
আজ সকাল থেকে টানটান নাটক চলছিল। অনেকগুলো নাম নিয়েই জল্পনা চলছিল। কিন্তু নানা কারণে কোনও নামই চূড়ান্ত হচ্ছিল না। বিকেলে জানা গিয়েছিল যে পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী (Punjab New CM) হতে চলেছেন ডেরা বাবা নানক কেন্দ্রের বিধায়ক সুখজিন্দর সিং রানধাওয়া (Sukhjinder Singh Randhawa)। দু'জন ডেপুটি মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন বলে শোনা যাচ্ছিল। তবে সন্ধে নাগাদ ঘোষণা করা হল চরণজিতের নাম।
"Charanjit Singh Channi has been unanimously elected as the Leader of the Congress Legislature Party of Punjab," tweets senior Congress leader Harish Rawat pic.twitter.com/NagUa97LhI
— ANI (@ANI) September 19, 2021
মুখ্যমন্ত্রী পদে চরণজিতের নাম ঘোষণার পর সুখজিন্দর সিং রানধাওয়া বলেন, আমি হাইকমান্ডের সিদ্ধান্তে খুশি। যে সকল বিধায়ক আমাকে সমর্থন করেছেন তাঁদের আমি ধন্যবাদ জানাতে চাই। চন্নি আমার ভাই।"