প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৫ মে: আগামী ১০ মে, বুধবার পঞ্জাবের জলন্ধরে লোকসভার উপনির্বাচনে। তার আগে সেখানকার দলবদলের রাজনীতিতে লাভ হল বিজেপির। এক সময় এনডিএ-র শরিক শিরোমণি অকালি দলের বড় নেতা তথা পঞ্জাব বিধানসভার প্রাক্তন স্পিকার চরণজিৎ সিং আটওয়াল (Charanjit Singh Atwal) যোগ দিলেন বিজেপিতে। শুক্রবার নয়া দিল্লিতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছ থেকে দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। ২০১৯ লোকসভায় জলন্ধর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী সন্তোখ সিং চৌধুরী-র কাছে সামান্য ব্যবধানে হারেন শিরোমণি অকালি দলের টিকিটে দাঁড়ান চরণজিৎ সিং। রাহুল গান্ধীর 'ভারত জড়ো যাত্রা'য় হাঁটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৭৬ বছরের সন্তোখ সিং চৌধুরী।

কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরী-র মৃত্যুতে এই আসনটি খালি হওয়ায় এখানে উপনির্বাচনে হচ্ছে। গতবার ভাল ভোট পেলেও এবার কিন্তু চরণজিৎ সিং-কে এখানে প্রার্থী করেনি শিরোমণি অকালি দল। সেটা নিয়ে তার ক্ষোভ ছিল।

দেখুন টুইট

১৯৮৫-তে প্রথমবার সাংসদ হওয়া চরণজিৎ সিং আটওয়াল পঞ্জাবের রাজনীতিতে পোড়খাওয়া নেতা। লোকসভার ডেপুটি স্পিকারও ছিল। পঞ্জাবে বিজেপির দৈনদশায় তাঁর অভিজ্ঞতা কতটা কাজে লাগে সেটাই দেখার।