দিল্লি, ২৪ অগাস্ট: চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি হাতানোর মামলায় এবার আরজেডির দুই নেতার বাড়িতে হানা দিল সিবিআই। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি হাতানোর মামলায় সিবিআই ইতিমধ্যেই ২৫টি জায়গায় তল্লাশি শুরু করেছে। দিল্লি, হরিয়ানার গুরুগ্রাম এবং বিহারের পাটনা, কাটিহার, মধুবনিতে সিবিআইয়ের তল্লাশি চলছে।
CBI raids are underway at 25 places in connection with land for job scam case at different places in Delhi, Haryana's Gurugram and Bihar's Patna, Katihar, and Madhubani. pic.twitter.com/6onI7V2HUp
— ANI (@ANI) August 24, 2022
যা নিয়ে মুখ খোলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু পত্নী রাবড়ি দেবী (Rabri Devi)। রাবড়ি দেবী বলেন, ওঁরা ভয় পেয়েছেন। নীতীশ কুমারের নেতৃত্বে নতুন সরকার গঠন হয়েছে বিহারে। বিজেপি (BJP) ছাড়া সমস্ত দল তাঁদের সঙ্গে রয়েছে। ফলে তাঁদের ভয় দেখাতেই সিবআইকে দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রাবড়ি। কিন্তু যতই ভয় দেখানো হোক না কেন, তাঁরা ভয় পাবেন না বলে স্পষ্ট জানান রাবড়ি দেবী।
পাশাপাশি সিবিআই দিয়ে ভয় দেখানোর কাজ এই প্রথম নয়, এর আগেও হয়েছে বলে মন্তব্য করেন রাবড়ি দেবী।
#WATCH | Patna: Ex-Bihar CM & RJD leader Rabri Devi says, "They're scared. A new Govt has been formed under leadership of Nitish Kumar. All parties, except BJP, with us. We've the majority. CBI (raid) just to scare us. We won't be scared. This isn't happening for the first time." pic.twitter.com/82oVbOGu1e
— ANI (@ANI) August 24, 2022