দিল্লি, ৫ নভেম্বর: ব্রাম্পটনে হিন্দু মন্দিরে (Canada Temple Attack) খালিস্তানিদের (Khalistani) হামলার ঘটনায় কেন চুপ করে রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)? এমনই প্রশ্ন তোলা হল বিজেপির (BJP) তরফে। গেরুয়া শিবিরের অভিযোগ, কানাডার (Canada) হিন্দু মন্দিরে হামলা চলল অথচ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী চুপ করে রয়েছেন। আসলে হিন্দুদের জীবনের কোনও মানে নেই কংগ্রেসের (Congress) কাছে। তাই কংগ্রেসের নেতারাও হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবন নিয়ে চিন্তিত নন বলে অভিযোগ করা হয় বিজেপির তরফে।
বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, গাজা (Gaza) নিয়ে পরপর ১০টি ট্যুইট করেছেন কংগ্রেস নেত্রী তথা ওয়েনাড়ের প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। অথচ কানাডায় হিন্দু মন্দিরে হামলার ঘটনায় প্রিয়াঙ্কা চুপ করে রয়েছেন। বাংলাদেশ এবং কানাডায় হিন্দুদের উপর যে হামলা হচ্ছে, সে বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে কখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি। কংগ্রেস নেত্রীর এই ধরনের আচরণ অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করা হয় বিজেপির তরফে। শুধু তাই নয়, এর থেকে প্রমাণিত ভারতবর্ষের বিরোধী দললের কাছে হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনের কোনও অর্থ নেই বলেও তোপ দাগা প্রদীপ ভান্ডারির তরফে।
আরও পড়ুন: Khalistani Row: কানাডায় হিন্দু মন্দিরে হামলা, কড়া নজর ভারতের, জানাল বিদেশ মন্ত্রক
বিজেপির কথায়, বাংলাদেশ (Bangladesh) থেকে কানাডা কিংবা ভারতের যে কোনও প্রান্তে দেশের মানুষ কোনও সমস্যার সম্মুখীন হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সব সময় তাঁদের পাশে দাঁড়ান। বাংলাদেশে বা কানাডা, কোথাও হিন্দুরা বিপদে পড়লে, তাঁদের নিয়ে চিন্তা করেন প্রধানমন্ত্রী। সমস্যা থেকে কীভাবে মানুষকে বের করে নিয়ে আসবেন, সেই চিন্তা সব সময় প্রধানমন্ত্রীর থাকে বলেও দাবি করা হয় গেরুয়া শিবিরের তরফে।
প্রসঙ্গত কানাডায় হিন্দু মন্দিরে হামলার ঘটনায় সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) সরকার কী পদক্ষেপ করছে, সে বিষয়ে জানতে চাওয়া হয় নরেন্দ্র মোদীর দফতরের তরফে। পাশাপাশি ব্রাম্পটনের ঘটনায় কড়া নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।