Link Voter ID With Adhaar card (Photo Credit PTI

কদিন আগেই রাজস্থানে হয়েছিল বিধানসভা নির্বাচন। কংগ্রেসের অশোক গেহলটের সরকারকে উড়িয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। রাজস্থানে ১১৫ টি আসনে যেতে বিজেপি, সেখানে কংগ্রেস পায় ৬৯টি। কিন্তু রাজস্থানে ২০০ টির মধ্যে ১৯৯টি বিধানসভা আসনে নির্বাচন হয়েছিল।কারণ ভোটের ঠিক আগে কংগ্রেস প্রার্থী গুরমিত সিং কোনারের মৃত্যুর কারণে একটি আসনে নির্বাচন সম্ভব হয়নি।

আজ শুক্রবার রাজস্থানের সেই করনপুর আসনে উপ নির্বাচন হচ্ছে। করনপুর আসনে আজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। কিন্তু প্রচন্ড ঠান্ডার কারণে সেভাবে ভোটের লাইনেভিড় দেখা যাচ্ছে না।

সোমবার, ৮ই জানুয়ারি ভোট গণনার পর ফল প্রকাশিত হবে। মরু রাজ্যে  ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজেপির সুরিন্দার পাল সিং এই বিধানসভা নির্বাচনে পদ্মপ্রার্থী। ভোটে জেতার আগেই তাঁকে মন্ত্রী করে বিজেপি।কংগ্রেস এখানে প্রার্থী করেছে রুকিন্দর সিং কুন্নারকে।

দেখুন খবরটি

ভোটে জেতার আগেই তাঁকে মন্ত্রী করে বিজেপি।কংগ্রেস এখানে প্রার্থী করেছে রুকিন্দর সিং কুন্নারকে।