মুম্বই, ২৩ অক্টোবর: ছোটা রাজনকে ( Chhota Rajan) জামিন দিল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। জয়া শেট্টি হত্যাকাণ্ডে গ্যাংস্টার ছোটা রাজনের যাবজ্জীবন সাজা স্থগিত করা হয়েছে আদালতের তরফে। জয়া শেট্টি হত্যাকাণ্ডে ছোটা রাজনের যাবজ্জীবন স্থগিত করে, তাকে জামিন দেওয়া হয়েছে বম্বে হাইকোর্টের তরফে। প্রসঙ্গত ২০০১ সালে মুম্বইতে হোটেল মালিক জয়া শেট্টির হত্যাকাণ্ডে ছোটা রাজনের নাম জড়িয়ে পড়ে। সেই মামলায় এবার জামিন পেল গ্যাংস্টার ছোটা রাজন।
বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং পৃথ্বীরাজ চহ্বানের ডিভিশন বেঞ্চের তরফে ছোটা রাজনের জামিন মঞ্জুর করা হয়। ১ লক্ষ টাকা বন্ডে জামিন দেওয়া হয় গ্যাংস্টারকে। জয়া শেট্টি হত্যাকাণ্ডে জামিন মিললেও, অন্য একাধিক ফৌজদারি মামলার জেরে জেলেই থাকতে হবে ছোটা রাজনকে। ফলে একটি মামলায় জামিন মিললেও, জেলের বাইরে বের হতে পারবে না এই কুখ্যাত গ্যাংস্টার।
কে এই জয়া শেট্টি?
জয়া শেট্টি ছিলেন মধ্য মুম্বইয়ের গামদেবীর গোল্ডেন ক্রাউন হোটেলের মালিক। ২০০১ সালের ৪ মে জয়া শেট্টিকে হত্যা করে কুখ্যাত গ্যাংস্টারের দুই সঙ্গী। গোল্ডেন ক্রাউন হোটেলের প্রথম তলায় প্রকাশ্যে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় জয়া শেট্টিকে। জানা যায়, ছোটা রাজনের সঙ্গী হেমন্ত পূজারি জয়া শেট্টিকে খুন করে অর্থ দাবি করে। জয়া শেট্টি দিতে না পারায়, তাঁকে প্রকাশ্যে খুন করে রাজনের দুই সঙ্গী।