
শেষমেশ স্নান করতে গিয়ে দুর্ঘটনার কবলে এক বছর ২০-এর স্কুলছাত্র। জানা যাচ্ছে, সাওয়ারের জলে স্নান করতে গিয়ে বিস্ফোরণ হয় পাইপলাইনে। যার ফলে শরীরের একাংশ দ্বগ্ধ হয়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করে। তবে এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় (Greater Noida) সেক্টর ৩৬-এ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পাইপলাইনে মিথেন গ্যাস জমা হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
বাথরুমে আহত যুবক
জানা যাচ্ছে, ঘটনার দিন বিকেলে স্কুল থেকে ফিরে স্নানে গিয়েছিল ক্লাস ১২-এর ওই যুবক। ওয়েস্টার্ন স্টাইলের ওই টয়লেটে স্নান করতে যাওয়ার পর আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। তাঁরাই বাথরুমের দরজা খুলে যুবককে আহত অবস্থায় উদ্ধার করে। জানা যাচ্ছে মুখ, হাত ও পা দ্বগ্ধ হয়েছে এই দুর্ঘটনায়।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ছিল যে বাথরুমে ফোন নিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। যদিও দুর্ঘটনাস্থল থেকে কোনও ইলেকট্রনিক জিনিস উদ্ধার হয়নি বলেই খবর। ফলে পাইপ থেকেই কোনও দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।