লখনউ, ১৬ জানুয়ারি: রাজ্যের মন্ত্রী সহ বেশ কয়েকজন বিধায়ক দল ছেড়ে উত্তরপ্রদেশ বিধানসভা (Uttar Pradesh Assembly Elections 2022) ভোটের আগে বিজেপি (BJP)-কে বড় ধাক্কা দিয়েছেন। এবার জোট সঙ্গী জেডি(ইউ) বিজেপিকে ধাক্কা দিল। বিহারে কম আসনে জিতেও বিজেপি-র সমর্থনে সরকার গড়া নীতীশ কুমারের দল উত্তরপ্রদেশে একা লড়ার সিদ্ধান্ত নিল। বিহারের মত উত্তরপ্রদেশে অত প্রভাবশালী না হলেও, যোগী আদিত্যনাথের রাজ্যে বেশ কিছু আসনে জেডি (ইউ)-র ভোটব্যাঙ্ক বেশ মজবুত। জেডি (ইউ)-য়ের সেই নিশ্চিত মজবুত ভোটব্যাঙ্ক হাতছাড়া হল বিজেপি-র। মনে করা হচ্ছে বিজেপি-র সঙ্গে আসন সমাঝোতা পছন্দ না হওয়ায় উত্তরপ্রদেশে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে নীতীশ কুমারের দল।
উত্তরপ্রদেশে নিশাদ পার্টি, আপনা দলের মত ছোট আঞ্চলিক দলের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি। ফলে বেশ কিছু আসন তাদের ছাড়তে হয়েছে। একাই সরকার গঠন করতে পারা যাবে বলে আত্মবিশ্বাসী যোগী আদিত্যনাথ তাই জেডিইউ-কে আসন ছাড়তে রাজি হননি বলে শোনা যাচ্ছে।
নীতীশ কুমারের কাছে ধাক্কা খেলেও উত্তরপ্রদেশ পুলিশের প্রাক্তন শীর্ষ কর্তা আসিম অরুণকে দলে টেনে বড় সুবিধা পেল বিজেপি। দাপুটে, সত পুলিশকর্মী হিসেবে আসিম অরুণের সুনাম আছে। ভোটের বাজারে তাঁকে দলে পেয়ে সুবিধা হল বিজেপির। এদিকে, শোনা যাচ্ছে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতিক যাদবের স্ত্রী অপর্ণা যাদব বিজেপিতে যোগ দিতে চলেছেন। যেটা হলে অখিলেশ যাদব বড় ধাক্কা খাবেন। গত বিধানসভা ভোটে লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির হয়ে ভো দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন অপর্ণা যাদব।