আইজল, ৯ অক্টোবর: এনডিএ নয়, বিজেপি। একাই পেতে হবে মসনদ। বিহারে জেডি (ইউ) থেকে পঞ্জাবে অকালি দল, মহারাষ্ট্রে শিবসেনা। একের পর এক শরিক দল হারিয়ে বিজেপি এখন কার্যত একা। একাই বাজিমাত করতে আসরে নেমেছেন পদ্ম শিবিরের নেতারা। এবার মিজোরামে ২০২৩ বিধানসভা নির্বাচনে একাই রাজ্যের সব কটি নির্বাচনে লড়ার কথা ঘোষণা করল বিজেপি। আইজলে মিজোরামের বিজেপি রাজ্য সভাপতি ভানলালহামুয়াকা।
মিজোরামে ক্ষমতাসীন এমএনএফ সরকার কিন্তু এনডিএ-র ভিতরেই আছে। তবে আর এমএনএফ-এর সঙ্গে থাকছে না বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এমএনএফ প্রধান জোরামথাঙ্গাকে চরম দুর্নীতিগ্রস্ত অ্যাখা দিয়ে তাঁকে আগামী ভোটে হারানোর ডাক দিল পদ্ম শিবির।
দেখুন টুইট
Bharatiya Janata Party (BJP) will contest in all 40 Assembly seats in the 2023 elections: Mizoram BJP president Vanlalhmuaka in Aizwal pic.twitter.com/vWsJmGNALs
— ANI (@ANI) October 9, 2022
৪০ আসনের মিজোরাম বিধানসভায় এমএনএফ ২৬টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল। সেখানে বিজেপি পেয়েছিল মাত্র একটি আসন। এবার আর এমএনএফ নয়, ২০২৩ মিজোরাম বিধানসভায় ৪০টি বিধানসভা আসনেই একা লড়বে বিজেপি।