দিল্লি, ৩১মে: রাহুল গান্ধী (Rahul Gandhi) যখন বিদেশ যান, তার উপর জিন্না-র আত্মা ভর করে। মার্কিন সফরের মাঝে কংগ্রেেস সাংসদকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির মুখতার আব্বাস নকভি। ক্যালিফার্নিয়া এবং সান ফ্রান্সিসকোতে গিয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন রাপহুল গান্ধী। সেখানে তিনি বলেন, মোদী সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে মোদী সরকার সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেন রাহুল।
এরপরই রাহুলকে পালটা একহাত নেন মুখতার আব্বাস নকভি। তিনি বলেন, বিদেশে গেলেই রাহুলের উপর জিন্নার আত্মা ভর করে। তাই যত শিগগিরই সম্ভব রাহুল গান্ধী দেশে ফিরুন। এবং তাঁর শরীরে যে আত্মা ভর করে, তা তাড়াতে ব্যবস্থা নিন। রাহুল গান্ধী গণতন্ত্রকে পরিবারতন্ত্রের সঙ্গে গুলিয়ে ফেলছেন বলেও রাগা-কে কটাক্ষ করেন নকভি।
এসবের পাশাপাশি নকভি আরও বলেন, বিদেশে গিয়ে ভারতের দুর্নাম করছেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, কংগ্রেস সব সময় মুসলিমদের চুইংগামের মত ব্যবহার করে বলেও তোপ দাগেন মুখতার আব্বাস নকভি।