Karanataka Elections 2023: গত তিন চারদিন ধরে দফায় দফায় বৈঠক, চাপান উতোরের পর অবশেষে কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। ভোটের এক মাসেরও কম সময়ে দক্ষিণ ভারতে একমাত্র শাসক দলের ভূমিকায় থাকা রাজ্যে প্রথম দফার প্রার্থী ঘোষণা করল বিজেপি। কর্ণাটক বিধানসভায় ২২৪টির মধ্যে প্রথম দফায় ১৮৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। ১৮৯ জনের মধ্যে নতুন মুখ ৫২টি। বাদ পড়েছেন বেশ কয়েকজন বিধায়ক। রাজ্যের বাকি ৩৫টি আসনে প্রার্থীদের নাম এখনও চূড়ান্ত করে উঠতে পারল না বিজেপির শীর্ষ নেতৃত্ব।
বিজেপি-র জাতীয় সাধারণ সচিব অরুন সিং জানান, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই দাঁড়াবেন তাঁর পুরনো কেন্দ্র শিগগাঁও বিধানসভা কেন্দ্র থেকে। গতবার এই কেন্দ্র থেকে ৯ হাজার ভোটের ব্যবধানে জেতেন। তিনি এখান থেকে গত তিনবারের বিধায়ক।
প্রসঙ্গত, আগামী ১০ মে এক দফায় হবে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ফলাফল ১৩ মে। শাসক দল বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস। তবে কিং মেকার হয়ে উঠতে পারে স্থানীয় দল জনতা দল ইউনাইটেড। এবার প্রথম কর্ণাটক ভোটে লড়ছে আম আদমি পার্টি। তবে আপ-এর খাতা খোলার সম্ভাবনা কম।
দলের অভিজ্ঞ বনাম তরুণ, পুরনো বনাম দলবদলে আসা নেতা, প্রভাবশালী বনাম দিল্লির পছন্দের নেতাদের মধ্য়ে দ্বন্দ্বে গত কয়েকদিন রাতের ঘুম ছুটে যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। যেখানে কংগ্রেস বেশ কয়েক দিন আগেই রাজ্যে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সাম্প্রতিক কালে এমনটা দেখা যায়নি।
গতকাল, সোমবার দিল্লিতে রাতে দলের সদর দফতরে দলের শীর্ষ নেতাদের বৈঠকের পরেও কোনও সমাধান সূত্র মেলেনি। আজ, মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বৈঠক চলছিল। এরপর রাত ৯টায় জেপি নাড্ডার বাড়িতে অমিত শাহ বৈঠক করে বেরিয়ে যাওয়ার পরেই ধর্মেন্দ্র প্রধান কর্ণাটকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলেন। তার আগেই বিদ্রোহ ঘোষণা করেন রাজ্যের বিজেপির প্রাক্তন মন্ত্রী জগদীপ শেট্টার। রাজনীতি থেকে অবসর ঘোষণা করেন বিজেপির বিতর্কিত-প্রভাবশালী অভিজ্ঞ নেতা কেএস ঈশ্বরাপ্পা।