ফাইল ফটো (Photo Credits: Rajya Sabha TV)

গুয়াহাটি, ৭ জুন: অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্যের ছেলেকে এবার রাজ্যসভার ভোটে মনোনিত করল বিজেপি। আগামী ১৪ জুন অসম থেকে রাজ্যসভার দুটি আসন ফাঁকা হচ্ছে। তার মধ্যে একটি রাজ্য়সভার আসনে বিজেপি মনোনিত করল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে কণাদ পুরকায়েস্থ (Kanad Purkayastha)-কে। অসম বিজেপির সম্পাদক কণাদ পুরকায়েস্থ-র বাবা কবীন্দ্র পুরকায়েস্থ ( অসমে বিজেপির জন্মলগ্ন থেকেই বড় পদে ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর এনডিএ মন্ত্রিসভার (১৯৮-৯৯) টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন শীলচরের তিনবারের সাংসদ কবীন্দ্র। ২০১৪ লোকসভা নির্বাচনে শীলচর কেন্দ্র তিনি হেরে যান এখন তৃণমূলে আসা নেত্রী সুস্মিতা দেবের কাছে। তবে ২০০৯ লোকসভা নির্বাচনে কবীন্দ্র শীলচরে হারিয়েছিলেন সুস্মিতা দেবের বাবা তথা কংগ্রেসের হেভিওয়েট সন্তোষ মোহন দেব-কে।

রাজ্যসভার নির্বাচন ১৯ জুন

প্রসঙ্গত, আগামী ১৯ জুন রাজ্যসভার আটটি আসনে নির্বাচন হবে। সেগুলির মধ্যে দুটি অসম ও ৬টি তামিলনাড়ু থেকে। সেই দিনই ফলপ্রকাশ হবে।

রাজ্যসভায় অসম থেকে বিজেপির মনোনয়ন কণাদ পুরকায়েস্থ  

অসম থেকে রাজ্যসভায় সাতটি আসন আছে

অসম থেকে মোট সাতজন রাজ্যসভার সাংসদ থাকেন। তাঁদের মধ্যে ৪জন বিজেপির, একজন করে অসম গণ পরিষদ, আঞ্চলিক গণমোর্চা ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের। অসম থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ হলেন ভূবনেশ্বর কালিতা, রমেশ্বর তালি, পবিত্র মেরঘেরিতা ও কণাদ পুরকায়েস্থ।