দেরাদুন, ১০ মার্চ: উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি সাংসদ তিরথ সিং রাওয়াত। আজ একথা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। রাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক কোন্দলের মধ্যে গতকালই ত্রিবেন্দ্র সিং রাওয়াত মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজ্য ইউনিটের অভ্যন্তরীণ অসন্তোষের কারণে উত্তরাখণ্ডে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। রাওয়াতের কার্যকারিতা এবং আমলা নির্ভরতার কারণে বেশ কয়েকজন বিধায়ক এবং নেতা অসন্তুষ্ট ছিলেন।
৫৬ বছরের তিরথ সিং রাওয়াত বর্তমানে সাংসদ পদে রয়েছেন। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত তিনি উত্তরাখণ্ডে দলের প্রধান ছিলেন। অতীতে বিধায়কও ছিলেন তিনি। আরও পড়ুন: Haryana: থানা থেকে উধাও ২৯ হাজার লিটার মদ, পুলিশ বলল 'ইঁদুরে পান করেছে'
তাঁর নাম মুখ্যমন্ত্রী পদে ঘোষণা হতেই তিরথ সিং রাওয়াত বলেন, "আমি সংঘ প্রচারক এবং ত্রিবেন্দ্র সিং রাওয়াতের নেতৃত্বে একজন মন্ত্রী ছিলাম। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতির কাছে কৃতজ্ঞ। এই দিনটি আসার কথা আমি কখনই ভাবিনি।"