(CM Mamata Banerjee)। তাঁর মন্তব্য ছিল, বাংলায় আগুন লাগলে অসম, দিল্লি, উত্তরপ্রদেশে সহ সারা দেশে আগুন জ্বলবে। তাঁর এই মন্তব্য নিয়ে বিজেপির একাধিক নেতৃত্ব কড়া সমালোচনা করেন। এবার এই নিয়ে রোহিঙ্গা ইস্যুকে সামনে আনলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। তাঁর কথায়, "ওনাকে বিশ্বাস নেই, উনি আগুন লাগিয়েই দিতেই পারেন। দেশজুড়ে ওনার বিরুদ্ধে অভিযোগ জানানো উচিত। দিল্লির জাহাঙ্গিরপুরীর যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের হাত ছিল। যে অন্যতম অভিযুক্ত সে শাসক দলের ঘনিষ্ঠ। রোহিঙ্গাদের অবৈধভাবে দেশে ঢোকানো হচ্ছে। বাংলায় রাতারাতি তাঁদের জন্য ভোটার কার্ড, আধার কার্ড বানানো হচ্ছে। সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে কেন্দ্র সরকারের পদক্ষেপ নেওয়া উচিত"।
এদিকে মমতার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। তাঁর বিরুদ্ধে আইইপিসি ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের বিস্তারিত কপি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে পাঠানো হয়েছে। এমনকী এই মন্তব্যের বিরোধীতা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতানেত্রী।
VIDEO | “A case should be registered. What happened in Delhi was also linked to TMC. They (West Bengal government) are giving places to many Rohingyas and distributing Aadhaar cards. Government should take this into consideration,” says BJP MP Soumitra Khan on West Bengal CM… pic.twitter.com/oMERF86au9
— Press Trust of India (@PTI_News) August 29, 2024