বাবুল সুপ্রিয়, ছবি ফেসবুক

দিল্লি, ৩১ জুলাই: রাজনীতি ছাড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। নিজের ফেসবুক পেজের মাধ্যমে এমনই ইঙ্গিত দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

বাবুল জানান, সিপিএম, কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস (TMC), কোনও রাজনৈতিক দলেই যোগ দিচ্ছেন না তিনি। কেউ তাঁকে ডাকেনি, আর তিনিও কোথাও যাচ্ছেন না। রাজনীতিতে থাককালীন কারও মন রেখেছেন আবার কেউ কেউ তাঁর কথায় হয়ত আঘাত পেয়েছেন। সেই সবকিছু থেকে এবার তিনি দূরে সরে যাচ্ছেন বলে জানান বাবুল।

পাশাপাশি তিনি আরও বলেন, বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) কাছে তাঁর রাজনীতি থেকে সরে যাওয়ার সংকল্পের কথা জানিয়েছিলেন। প্রত্যেকবারই তাঁরা তাঁকে ফিরিয়ে দেন। তাই তাঁদের কাছে গিয়ে আর রাজনীতি ছাড়ার কথা তিনি জানাতে পারবেন না। এরপরও আবার নতুন করে কিছু শুরু করলে, অনেকে ভাববেন পদের লোভে তিনি এসব করছেন। সমাজসেবা করতে গেলে, রাজনীতির বাইরে থেকেও করা যায়।  তবে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে তবেই তিনি কিছু করবেন বলে জানান বাবুল সুপ্রিয়।