
২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাব্বুর রানাকে (Tahawwur Rana) আমেরিকা থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে একটি বিশেষ বিমানের মাধ্যমে তাঁকে আনা হচ্ছে। এই প্রত্যার্পণকে ঐতিহাসিক কূটনৈতিক জয় বলে দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকী বিজেপির অন্দরও কেন্দ্র সরকারের এই সাফল্য নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। আগামী কয়েকবছরে যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তাৎপর্যপূর্ণভাবে বাংলা, বিহারেরে নির্বাচনে তাহাব্বুর রানার গ্রেফতারি ও জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকারের কড়া পদক্ষেপকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করে তুলবে।
উচ্ছ্বসিত বিজেপি
যদিও বিজেপির অন্যতম মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়েছেন, "ভোট ব্যাঙ্কের রাজনীতির উর্ধ্বে উঠে রাষ্ট্রনীতিকে প্রাধান্য দেওয়াই মূল উদ্দেশ্য, রাষ্ট্রের সুরক্ষা নিয়ে কোনও সমঝোতা করা হয় না। জঙ্গিদের বিরুদ্ধে কড়়া পদক্ষেপ নেবে ভারত। এখন ভারতের ওপর জঙ্গি হামলা হলে শুধুই মৌন থেকে সবকিছু সহ্য করবে না, বরং এর জবাবও দেবে। জঙ্গিরা মাটির তলায় লুকিয়ে থাকলেও সেখান থেকে বের করে সাজা দেবে এই নতুন ভারত"।
দেখুন শেহজাদ পুনেওয়ালার বক্তব্য
#WATCH | Delhi | On 26/11 Mumbai terror attacks accused Tahawwur Rana's extradition to India, BJP National Spokesperson Shehzad Poonawalla says, "...It is a major victory for all security, counter-terrorism, prosecution, intelligence agencies that the main conspirator of the… pic.twitter.com/tjJp2moeFt
— ANI (@ANI) April 10, 2025
দেখুন মনোজ মার ঝাঁ-এর বক্তব্য
#WATCH Delhi: On Tahawwur Rana's extradition to India, RJD MP Manoj Kumar Jha says, "This is welcome. The country has not forgotten that barbaric violence. Action should also be taken against the 'economic fugitives'...There should be no leniency in taking action against them… pic.twitter.com/NQG0g0XKTm
— ANI (@ANI) April 10, 2025
সমালোচনা বিরোধীদের
যদিও এই নিয়ে বিরোধীরা বিশেষ করে ইন্ডিয়া জোটের মুখ্য নেতৃত্ব এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে আরজেডি সাংসদ মনোজ মার ঝাঁ এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "দেশ এই বর্বরতাকে ভুলে যায়নি। তবে যাঁরা দেশের অর্থব্যবস্থাকে নষ্ট করেছে, তাঁদের কবে গ্রেফতার করা হবে? বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসির মতো অভিযুক্তরা তো এখনও পলাতক। তাঁদের বিরুদ্ধেও যেন জলদি ব্যবস্থা নেওয়া হয়"।