Shivraj Singh Chauhan Washes Tribal Man's Feet (Photo Credit: ANI)

ভোপাল, ৭ জুলাই: আদিবাসী শ্রমিকের গায়ে বিজেপি নেতা প্রভেস শুক্লর মূত্রত্যাগের ঘটনায় নিন্দা শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। আদিবাসী ব্যক্তি দশমত রাওয়াতকে যে কুকীর্তির সম্মুখীন হতে হয়, তার জন্য ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এমনকী, মুখ্যমন্ত্রী ভবনে আমন্ত্রণ করে দশমত রাওয়াতের পা ধুইয়ে দেন শিবরাজ চৌহান। শিবরাজ বলেন, দশমতের সঙ্গে যা হয়েছে, তার জন্য তিনি লজ্জিত। গরীবই তাঁর কাছে ঈশ্বর বলেও মন্তব্য করেন মধ্যপ্রদেশর মুখ্যমন্ত্রী। পাশপাশি অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ দায়েরের নির্দেশ দেন শিবরাজ সিং চৌহান।

ওই ঘটনার পর এবার জেলাশাসকের নির্দেশে দশমত রাওয়াতের জন্য ৫ লক্ষের অনুদানের ব্যবহার করা হয়। পাশাপাশি দশমত রাওয়াত যাতে নিজের ঘরবাড়ি ঠিক করতে পারেন, তার জন্য দেড় লক্ষের অনুদানের ব্যবস্থা করা হয় জেলাশাসকের নির্দেশে।