নতুন দিল্লি, ২২ সেপ্টেম্বর: সংসদে বিরোধী সাংসদকে নিয়ে ঘৃণা মন্তব্য করে কাঠগড়ায় উঠেছেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী (Ramesh Bidhuri)। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শুধু সাবধান করে ছেড়ে দিলেও রমেশ বিদুরীকে ভাবমূর্তি বাঁচানোর দায়ে আপত কড়া পথ নিল। সূত্রের খবর, দক্ষিণ দিল্লির দাপুটি সাংসদ রমেশ বিধুরীকে শো কজ বা কারণ দর্শানোর নোটিশ পাঠালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শো কজ নোটিশের জবাবের পর দক্ষিণ দিল্লি থেকে তিনবারের সাংসদ রমেশ বিধুরী-র বিরুদ্ধে বিজেপি কতটা কঠিন ব্যবস্থা নেয় সেটাই দেখার। কারণ বিএসপি সাংসদ উত্তরপ্রদেশের আমরোহার বিএসপির সাংসদ কুনওয়ার দানিশ আলি (BSP MP Kunwar Danish Ali )-কে উদ্দেশ্য করে যে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী তাতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে তা সন্দেহ নেই ।

শুক্রবার সংসদে আঙুল তুলে বিএসপি সাংসদ দানিশ আলিক উদ্দেশ্য করে বিজেপির রমেশ বিধুরী বলতে থাকেন, 'ইয়ে উগরাওয়াদি (জঙ্গি), ইয়ে আতঙ্কওয়াদি হ্যায় (সন্ত্রাসী), উগরাওয়াদি হ্যায়, ইয়ে আতঙ্কওয়াদি হ্যায়,।' এরপর তিনি সাংসদ আলিকে, 'মোল্লা আতঙ্কওয়াদি, কাটোয়া' বলেন যখন তিনি এই সব কুকথা বলছেন, সংসদের টিভির সরাসরি সম্প্রচারে শোনা যায় তাঁর এই 'ঘৃণা ভাষণ'। আরও পড়ুন-কে এই রমেশ বিধুরী

দেখুন ভিডিয়ো

দলের মুখপাত্র নুপুর শর্মা-র কু ভাষণের পর আরব দেশ থেকে তুমুল বিক্ষোভের পর তাকে সরিয়ে ফেলেছিল বিজেপি। তবে এর মাঝে বেশ কয়েকবার ঘৃণা ভাষণ দেওয়া কপিল মিশ্রকে দিল্লি বিজেপিতে বড় পদে বসিয়েছে দল। আসন্ন লোকসভায় দিল্লিতে সাতটা লোকসভার সাতটাতেই ফের জিততে এবার চরমপন্থার স্ট্র্যাটেজি নিয়েছে পদ্ম শিবির। তবে চরমপন্থার স্ট্র্যাটেজিতে রমেশ বিদুরীর সংসদে কু ভাষণ যে বিশেষ লাভ দিল না সেটা আপাতভাবে বলাই যায়।