
গয়া, ৭ জুনঃ পাহাড় কেটে তিনি হয়েছিলেন ‘মাউন্টেন ম্যান’ (Mountain Man)। জীবনের ২২ বছর সময় নিয়ে হাসপাতালের পথে বাধা হওয়া একটি পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিলেন দশরথ মাঝি। শুক্রবার ৬ জুন বিহারের গয়ায় দশরথকে শ্রদ্ধাঞ্জলি জানাতে পৌঁছে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। 'মাউন্টেন ম্যান’এর পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। দশরথ মাঝির পুত্র ভাগীরথ বিহারের সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন। গত জানুয়ারিতেই যোগ দিয়েছেন কংগ্রেসে (Congress)। রাহুলের গয়া সফর এবং দশরথের পরিবারের সঙ্গে সাক্ষাৎ পর্ব নিয়ে এবার শুরু হয়েছে চর্চা।
বিজেপির অভিযোগ, ‘মাউন্টেন ম্যান’ দশরথ মাঝির পরিবারের সঙ্গে রাহুলের এই সাক্ষাৎ কেবল মাত্র প্রচারের জন্যে। বিজেপি নেতা রবি কুমার যাদব নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, দশরথ মাঝির পরিবারের বাসভবনের ঠিক সামনেই কংগ্রেস নেতার জন্যে বানানো হয়েছে অস্থায়ী 'বিলাসবহুল টয়লেট'। তিনি লেখেন, 'ক্যামেরার সামনে রাহুল গান্ধী বসে রয়েছেন দশরথ মাঝির কুঁড়ে ঘরে। আর ক্যামেরার আড়ালে তাঁর জন্যে বিলাসবহুল শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। এই একটি ভিডিওর মধ্যে দিয়ে রাহুল গান্ধীর সামাজিক ন্যায়বিচারের নাটক সম্পূর্ণরূপে উন্মোচিত হয়েছে'। ভাইরাল ওই ভিডিও কিংবা বিজেপি নেতা রবি কুমার যাদবের অভিযোগ প্রসঙ্গে কংগ্রেস বা রাহুল গান্ধীর তরফে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।
রাহুলকে খোঁচা বিজেপিরঃ
On Camera: Shehzada’s photo-op at Dashrath Manjhi’s hut.
Off Camera: Temporary luxury toilet just for the Shehzada! 😂
One video and Rahul Gandhi’s social justice drama is completely exposed...#RahulTheLiar pic.twitter.com/oGtIv5WAKM
— Ravi Kumar Yadav 🇮🇳 (Modi ji Ka Parivar) (@Raviyadav_bjp) June 6, 2025
ছাপোষা দশরথ মাঝি কীভাবে হয়ে উঠলেন ‘মাউন্টেন ম্যান’?
একটি পাহাড়ের কারণে অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিয়ে তে দেরি হয়েছিল দশরথ। হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসক তাঁকে বলেছিলেন, সময় মত নিয়ে এলে স্ত্রীর প্রাণ রক্ষা করা যেতে পারত। ব্যস, সেই দিনের ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়েছিল। স্ত্রীয়ের মৃত্যুশোকে তিনি পাহাড় কেটে রাস্তা তৈরির কাজে লেগে পড়েন। জীবনের ২২টা বছর এই অভিযানে অতিবাহিত করেছেন তিনি। হাসপাতালের পথে বাধা হওয়া পাহাড়টি কেটে রাস্তা তৈরি করেন। শেষের দিকে সাহায্যে এগিয়ে আসেন গ্রামবাসীও। ২০০৭ সালে মারা যান দশরথ।