Giriraj Singh Summoned by JP Nadda: শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গিরিরাজ সিংকে তলব জেপি নাড্ডার
গিরিরাজ সিংকে তলব জেপি নাড্ডার (Photo Credits: Facebook)

নতুন দিল্লি, ১৫ ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনের পর সুর নরম হয়েছে বিজেপির। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) স্বীকার করে নেন প্রচারে ঘৃনা ছড়ানো উচিত হয়নি। অনুরাগ ঠাকুরের 'গোলি মারো' মন্তব্য নিয়ে তোলপাড় হয়। শাহিনবাগে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে তলব করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বারবার বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির হিন্দুত্ববাদের কট্টর প্রচারক গিরিরাজ সিং (Giriraj Singh)। মাঝে মধ্যেই তাঁর মন্তব্যের জন্য অস্বস্তিতে পড়তে হয় বিজেপির শীর্ষ নেতৃত্বকে।

দিল্লি বিধানসভা নির্বাচনের সময়ওতার নড়চড় হয়নি। ভোটের আগে কেন্দ্রীয় মৎস্য ও দুগ্ধজাতপণ্য মন্ত্রী গিরিরাজ সিং টুইট করেন,'শাহিনবাগ কোনও আন্দোলন নয় আত্মঘাতী বোমারুদের আতুঁড়ঘর। রাজধানীতে বসেই দেশের বিরুদ্ধে ষড়ষন্ত্র করা হচ্ছে। এমনকী ওইখানে চলা অবস্থানে অংশ নিয়ে একটি শিশু ঠান্ডায় মারা যাওয়ার পর তার মাকে তাকে শহিদ বলে বর্ণনা করছে। এটা আত্মঘাতী বোমা ছাড়া আর কী? দেশকে যদি বাঁচাতে হয় তাহলে এই ধরনের ঘটনা বা দ্বিতীয় খিলাফত আন্দোলনকে আটকাতে হবে।' আরও পড়ুন, জননিরাপত্তা আইনে আটক জম্মু ও কাশ্মীরের নেতা প্রাক্তন আইএএস শাহ ফয়জল

এই টুইটের পর দেশজুড়ে প্রতিবাদ হলেও থামানো যায়নি বিজেপির ওই কট্টরপন্থী নেতাকে। বিতর্ক আরও বেড়ে যায়। উত্তরপ্রদেশের সাহারানপুরে সিএএ-র সমর্থনে সভা করতে গিয়েও মুসলিমদের আক্রমণ করেন।তিনি বলেন, ‘আমি একসময়ে বলেছিলাম যে উত্তরপ্রদেশের দেওবন্দ এলাকা হল সন্ত্রাসবাদের গঙ্গোত্রী। হাফিজ সইদের মতো সমস্ত কুখ্যাত জঙ্গি এখান থেকেই বের হয়েছে।’