BJP Candidate List Bihar Election 2025: এনডিএ দলগুলির মধ্যে আসন সমঝোতা পাকাপাকি হয়ে যাওয়ার পর বিহারের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আজ, মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দফায় বিজেপি ৭১টি আসনে প্রার্থী দিল। বিহারে এনডিএ জোটের পাঁচটি দল রাজ্যের ২৪৩টি আসনে সমঝোতা করে লড়বে। ২৪৩টি-র মধ্যে বিজেপি ও নীতীশ কুমারের জেডি (ইউ) ১০১টি করে আসনে লড়বে। চিরাগ পাসোয়ানের এলজেপি (রমাবিলাস) ২৯টি, জিতন রাম মাঞ্ঝির হিন্দুস্থান আওয়ামি লিগ (HAM) ও উপেন্দ্র কুশহওয়ার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি ((RLSP) )৬টি করে আসনে প্রার্থী দিচ্ছে। তার মানে বিজেপি এখনও ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করবে। বিজেপির প্রথম দফার তালিকায় সবচেয়ে বড় অবাক করা হল রাজ্য বিধানসভার স্পিকার নন্দ কিশোর যাদবের (Nanda Kishore Yadav) নাম নেই। স্পিকার নন্দকিশোরের পরিবর্তে পটনা সাহিব থেকে লড়বেন নতুন প্রার্থী রমেশ খুশহওয়া।
বিজেপির হেভিওয়েটরা কে কোথায় প্রার্থী
বিজেপির অঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সম্রাট চৌধুরী লড়বেন তারাপুর থেকে। সম্রাট চৌধুরীর পাশাপাশি বিহারের অপর উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা দাঁড়াচ্ছেন লক্ষ্মীসরাই থেকে। রাজ্যের দাপুটে মন্ত্রী নীতীন নবীনকে টিকিট দেওয়া হয়েছে বাঁকিপুর থেকে। আরজেডি থেকে এসে লোকসভায় বিজেপি প্রার্থী হেরে যাওয়া রাম কৃপাল যাদবকে দাঁড় করানো হয়েছে দানাপুর থেকে। আরজেডি-র জেতা আসন সিওয়ানে পদ্মফুল চিহ্নে লড়বেন মঙ্গল পাণ্ডে। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় ৯ জন মহিলা আছেন।
প্রথম দফার প্রার্থী তালিকায় বিজেপির হেভিওয়েটরা- সম্রাট চৌধুরী (তারাপুর), বিজয় কুমার সিংহা (লখিসরাই), রেণু দেবী (বেত্তিয়া), নীতিন নবীন (বাঁকিপুর), প্রেম কুমার (গয়া)।
বিহারে একের পর এক নির্বাচনী সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহেই থেকেই বিহারে বেশ কয়েকটা নির্বাচনী সভা করতে চলেছেন। অমিত শাহ থেকে রাজনাথ সিং-দের মত হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরা বিহারে জোরকদমে প্রচার চালাবেন। শুধু নিজেদের আসনগুলিই নয়, নীতীশ কুমার, চিরাগ পাসোয়ানদের জিতিয়ে আনার জন্য ক্য়াডারদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গতবার বিহারে ১১০টি আসনে প্রার্থী দিয়ে বিজেপি ৭৪টি আসনে জিতেছিল।
এবার বিজেপির লক্ষ্য ৯০টি আসনে জয়, এনডিএ-র ১৭৫-র বেশি
এবার পদ্ম শিবিরের লক্ষ্য হল ১০২টির মধ্যে অন্তত ৯০টি জেতা। বিজেপির হিসাবে হল তারা ৮৫-৯০টি জিতবে, নীতীশের দলও ৫৫-৬০টি আসন পাবে। চিরাগের এলজেপি ২৫টি ও বাকি দুটি দল ৭-৮টি আসনে পাবে। ফলে ১৭৫টির বেশি আসনে জিতে বিহারে এনডিএ-র ক্ষমতায় ফেরা নিশ্চিত হচ্ছে। পদ্ম শিবিরের আশা নীতীশকে ছাড়াই চিরাগ আর জিতন রামদের নিয়ে ম্য়াজিক ফিগার ১২২-এ পৌছে যাওয়া যাবে। তবে আশঙ্কার মেঘ যে একেবারেই নেই তা নয়। 'দলবদলু' নীতীশকে নিয়ে চিন্তা আর যায় না বিজেপির। বিহারে সরকার গড়তে অন্তত ১২২টি আসন জেতার প্রয়োজন হয়। নীতীশকে বাদ দিয়ে যেটা সম্ভব নয় পদ্মশিবিরেরর।
বিহারে দু দফায় ৬ ও ১১ নভেম্বর ভোটগ্রহণ
বিহারে দুটি দফায় বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হবে। প্রথম দফায় ৬ নভেম্বর ১২১টি ও দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ ১৪ নভেম্বর।