Bihar Election Results 2025: বিহার বিধানসভা নির্বাচনের গণনার প্রাথমিক প্রবণতায় এগিয়ে শাসক দলের জোটের এনডিএ (NDA)। নীতীশ ও বিজেপি জোটের এনডিএ এগিয়ে ১০৩টি-তে, সেখানে তেজস্বী যাদব, কংগ্রেসের মহাগঠবন্ধন এগিয়ে ৭০টি-তে। ম্যাজিক ফিগার হল ১২২। ভোটগণনার শুরুতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী-নীতীশ কুমারের যুগলবন্দি ফের বিহারে কাজ করছে। তবে এনডিএ এগিয়ে থাকলেও লালুপ্রসাদ যাদব-তেজস্বী যাদবের আরজেডি কিন্তু ভালই ফল করছে। বিজেপির থেকে বেশি আসনে এগিয়ে আরজেডি-ই এখন সবচেয়ে বেশি আসনে এগিয়ে। কিন্তু তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী পদে বসার পথে বড় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে শরিক দলগুলির খারাপ পারফরম্যান্স। কংগ্রেস তাদের নিজেদের গড়েও একটার পর একটা আসনে পিছিয়ে রয়েছে। বামেরাও তেমন খুব বেশি আসনে এগিয়ে নেই। সেখানে নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড শুরুটা দারুণ করেছে। নীতীশের দল ৪৩টি আসনে এগিয়ে। এনডিএ অনেকটা এগিয়ে থাকলেও এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আসনে এগিয়ে তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল। কিন্তু বিজেপির সঙ্গে জেডি (ইউ)-য়ের যুগলবন্দির ফায়দাটা যেমন পাচ্ছেন নীতীশ কুমার, তার উল্টোটা কংগ্রেস ও বামেদের সঙ্গে নিয়ে হচ্ছে তেজস্বী যাদবের। ৬০টির মত আসনে লড়ে কংগ্রেস এখনও তলানিতে। আবার জেডি (ইউ)-য়ের থেকে বেশি আসনে এগিয়ে বিজেপি।
গ্রামীন ও দলিত অঞ্চলে ভাল ফলের পথে এনডিএ
তেজস্বী যাদব, সম্রাট চৌধুরীর মত হেভিওয়েট প্রার্থীর তাদের আসনে এগিয়ে রয়েছে। তবে সবচেয়ে বড় চমক মহুয়া আসনে প্রাথমিক ফলে এগিয়ে রয়েছেন লালুপ্রসাদ যাদবের তেজ্যপুত্র তথা আরজেডি থেকে বিতাড়িত হয়ে নিজের দল খুলে ভোটে লড়া তেজপ্রতাপ যাদব। একটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন প্রশান্ত কিশোরের দলের প্রার্থী। বিহারে প্রাথমিক ভোট গণনার শেষে আরজেডি ৫৯টি, বিজেপি ৫৭টি, জেডি(ইউ) ৪৩, কংগ্রেস ৭ ও অন্যানরা ৫টি আসনে এগিয়ে রয়েছে। গত ৬ ও ১১ নভেম্বর বিহারে বিধানসভায় দু দফায় মোট ২৪৩টি আসনে ভোট হয়। বিহারে মোট ৬৯ শতাংশের কাছাকাছি ভোট পড়ে। বিহারে এর আগে কোনও নির্বাচনে এত ভোট পড়েনি। SIR-চালু হওয়ার পর বিহারে এটাই প্রথম ভোট। বিরোধীদের দাবি, ভোটার তালিকা থেকে বহু ন্যায্য নাম বাদ দিয়ে ভোটে বিজেপি ও এনডিএ-কে সুবিধা করে দেওয়া হয়েছে।
দেখুন বিহার ভোটের ফলাফল
#LIVE | Bihar Election Result: Counting of votes begin. Get all the live updates | #ITLivestream @sardesairajdeep @maryashakil #BiharElectionsOnIndiaToday @PreetiChoudhry @gauravcsawant https://t.co/jAGPF4qX4t
— IndiaToday (@IndiaToday) November 14, 2025
গণনা কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তা
যদিও এখনও পর্যন্ত গণনার সবে শুরু হয়েছে। এখনও গণনা পর্বের অনেকটাই বাকি। গত বছর হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গণনার পর থেকে এখন সবাই সতর্ক থাকেন। কারণ হরিয়ানায় ভোট গণনার শুরুতে কংগ্রেস অনেকটা এগিয়ে থাকলেও, পরে দেখা যায় বিজেপি অনায়াসে জিতে রাজ্যের ক্ষমতায় ফিরেছে।