Rahul Gandhi Jumps Into Pond to Catch Fish. (Photo Credits:X)

Rahul Gandhi: তিনি কোনও ভিআইপি নন, ধরাছোঁয়া বাইরে থাকা নেতা নন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে চান। দীর্ঘ কনভয়ের গাড়ি নিয়ে হাত নেড়ে নয়, কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে দেখা যায় আম জনতার একেবারে কাছে পৌঁছে যেতে। 'ভারত জোড়ো যাত্রা' থেকে বিভিন্ন সমাবেশে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বারবার দেখা গিয়েছে সাধারণ মানুষদের সঙ্গে মিশে গিয়ে তাদের অভাব, অভিযোগ শোনার। বিহারের ভোটপ্রচারেও ঠিক তেমনটাই করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। বেগুসরাইয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মাছ ধরলেন রায়বারেলির সাংসদ।

রাহুলের সঙ্গে পুকুরে নামলেন কানহাইয়া কুমারও

এদিন আচমকাই নৌকা থেকে পুকুরে ঝাঁপ দিয়ে জাল দিয়ে টেনে মাছ ধরতে দেখা যায় রাহুলকে। রাহুলের সঙ্গে পুকুরে নেমে মাছ ধরতে দেখা যায় কংগ্রেস নেতা কানাহাইয়া কুমার, মহাগঠবন্ধন জোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি। এদিন বেগুসরাইয়ের মানুষের অভাব অভিযোগ শোনেন কংগ্রেসের শীর্ষ নেতা। ২০২১ কেরল বিধানসভা ভোটের প্রচারে নদীতে ঝাঁপ দিয়েছিলেন রাহুল।

দেখুন বেগুসরাইয়ের পুকুর থেকে কীভাবে মাছ ধরছেন রাহুল গান্ধী, দেখুন ভিডিও

বেগুসরাইয়ের পুকুরে সাঁতার কাটছেন রাহুল গান্ধী

বিহারে ভোটপ্রচারে কিছুটা দেরিতে নামেন রাহুল

আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে। আরজেডির নেতৃত্বে মহাগঠবন্ধন জোটের অধীনে কংগ্রেস বিহারে ২৪৩টি-র মধ্যে ৬০টি আসনে প্রার্থী দিয়েছে। নেশ কিছু আসনে সমঝোতা না হওয়ায় ভোটপ্রচারের শুরুতে রাহুল গান্ধীর সঙ্গে আরজেডি নেতা তথা বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্ব যাদবের মধ্যে দূরত্বের কথা শোনা গিয়েছিল। তবে বিজেপিকে হারাতে এখন দুজনে কাছাকাছি এসেছেন