Bihar Assembly Elections Results 2020 Winners List: চলছে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা, দেখে নিন এখনও পর্যন্ত কে কে জিতলেন
Bihar Assembly Elections 2020 | (Photo Credits: File Image)

পাটনা, ১০ নভেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবারই নির্ধারিত হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য কে হচ্ছেন বিহারবাসীর ভাগ্যনির্মাতা (Bihar Assembly Election Results 2020)। সমস্ত ভোট পরবর্তী সমীক্ষাকে উলটে দিয়ে বিহারে একক সংখ্য়া গরিষ্ঠতায় এগিয়ে বিজেপি। এনডিএ আপাতত চালকের আসনে রয়েছে। পাটনায় জেডিইউ-বিজেপি সমর্থকদের মধ্যে চলছে আবীর খেলা, উচ্ছাস প্রকাশ। এবারও বিহারে জয়ের মুকুট পরবে এনডিএ নাকি কংগ্রেস আরজেডির মহাজোট। এগজিট পোলকে ফুৎকারে উড়িয়ে বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ কুমার বিজেপি জোট?

নির্বাচন কমিশন জানিয়েছে এখনও পর্যন্ত ৩ কোটির উপরে ভোট গণনা হয়ে গেছে। তাতে সুবিধাজনক জায়গায় রয়েছে বিজেপি-জেডিইউ জোট। আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব হাসানপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। হায়াঘাটে জয়ী বিজেপি প্রার্থী রামচন্দ্র প্রসাদ। সাকরাতে জয়ী জেডিইউ প্রার্থী অশোক কুমার চৌধুরি। বিহারের কুশেশ্বর আস্থান কেন্দ্রে জয়ী জনতাদল ইউনাইটেড প্রার্থী শশীভূষণ হাজারি।

কে কে জিতলেন:

২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এবার ভোট হয়েছে তিন দফায়। ২০১৫-র ভোটে লালুর দল আরজেডি পেয়েছিল ৮০টি আসন। নীতীশের দল জেডিইউ-র ঝুলিতে গেছিল ৭১টি আসন। কংগ্রেস পেয়েছিল ২৭টি আসন। বিজেপি জিতেছিল ৫৩টি আসনে। রাজ্যের ৩৮টি জেলায় তৈরি হয়েছে ৫৫টি গণনাকেন্দ্র। সেখানেই চলছে গণনা। গভীর রাত পর্যন্ত গণনা চলতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।