পাটনা, ৩০ অক্টোবর: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2025) দামামা বেজে গিয়েছে। বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ময়দানে হাজির প্রত্যেকটি রাজনৈতিক দল। এবার সেখান থেকেই রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং তেজস্বী যাদবকে (Tejashwi Yadav) একহাত নিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে দুই 'যুবরাজ' বলে সম্মোধন করেন মোদী। বলেন, '২টি চূড়ান্ত দুর্নীতিগ্রস্থ পরিবারের দুই যুবরাজ।'
বিহারের মুজ়়ফ্ফরপুরের একটি জনসভায় হাজির হন প্রধানমন্ত্রী। আর সেখান থেকেই তিনি কংগ্রেস এবং আরজেডিকে একসঙ্গে আক্রমণ করেন। বলন, দুই চূড়ান্ত দুর্নীতিগ্রস্থ পরিবারের দুই যুবরাজকে মুখ করে প্রচার চালানো হচ্ছে। যাঁরা দুজনেই অন্তবর্তী জামিনে বাইরে রয়েছেন। অতছ এই ২ যুবরাজ ই বিহারের নির্বাচনে নিজেদের প্রধান মুখ বলে ধরে নিচ্ছেন বলে রাহুল, তেজস্বীকে একসঙ্গে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।
শুধু তাই নয়, রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব 'মিথ্যের দোকান' খুলে নিয়ে বসেছেন। যে মিথ্যের দোকান থেকে সাধারণ মানুষকে 'ভুয়ো প্রতিশ্রুতি' দেওয়া হচ্ছে বলে অভিযোগকরেন প্রধানমন্ত্রী।
এরপরই মোদীর সংযোজন, ভারতের চরম দুর্নীতিগ্রস্থ পরিবারের একজন যুবরাজ রয়েছেন। অন্যজন বিহারের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ পরিবারের। আর এই দুজনই অন্তবর্তী জামিনে বাইরে রয়েছেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
শুনুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...
#WATCH | Muzaffarpur, Bihar: Prime Minister Narendra Modi says, "... In Bihar’s electoral battle, there is now a pair of Yuvraajs who consider themselves Yuvraajs. They have opened shops of false promises. One is the Yuvraaj of India’s most corrupt family, and the other is the… pic.twitter.com/Er5xUltYWN
— ANI (@ANI) October 30, 2025
প্রধানমন্ত্রী আরও বলেন, দুই দুর্নীতিগ্রস্থ পরিবারের যুবরাজ অন্তবর্তী জামিন নিয়ে গ্রামে আসছেন। আর গ্রামে জামিন পাওয়া মানুষের কোনও সম্মান নেই। তা সত্ত্বেও তাঁরা মোদীকে ভরে ভরে কুকথা বলেছেন। তবে অসুবিধা নেই। যাঁরা 'নামদার' হন, তাঁরা 'কামদার'-দের এভাবেই আক্রমণ করেন বলে রাহুল এবং তেজস্বীর সমালোচনা করেন প্রধানমন্ত্রী।