![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/07/Singer-Neha-Singh-Rathore-380x214.jpg)
ভোপাল, ৭ জুলাই: আদিবাসী শ্রমিক দশমত রাওয়াতের গায়ে মূত্রত্যাগের অভিযোগে গ্রফতার করা হয়েছে বিজেপি নেতা প্রভেস শুক্লকে। মধ্যপ্রদেশের সিদ্ধির ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। প্রভেস শুক্লকে গ্রেফতারির পর আদিবাসী শ্রমিক দশমত রাওয়াতকে মুখ্যমন্ত্রী ভবনে ডেকে তাঁর পা ধুইয়ে দেন শিবরাজ সিং চৌহান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতই এবার সংবাদের শিরোনামে ভোজপুরী গায়িকা নেহা সিং রাঠোর।
ভোজপুরী গায়িকা নেহা সিং রাঠোর 'এম পি মে ক্যা বা?' বলে প্রশ্ন চিহ্ন এঁকে একটি ছবি শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। যে ছবিতে অর্ধনগ্ন এক ব্যক্তিকে সামনে বসা অন্যজনের গায়ে মূত্রত্যাগ কতে দেখা যায়। অর্ধনগ্ন ব্যক্তি প্রভেস শুক্ল এবং নির্যাতিত ব্যক্তি দশমত রাওয়াত বলেই মনে করা বিভিন্ন মহলের তরফে। নেহা সিং রাঠোরের ওই ছবি ঘিরে চাঞ্চল্য ছড়ালে, মধ্যপ্রদেশ পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এফআইআর দায়েরের পরপরই আটক করা হয় ভোজপুরী গায়িকা নেহা সিং রাঠোরকে।