Pawan Singh BJP: ভোজপুরী গায়ক-নায়ক পবন সিং আরও একবার বিজেপিতে যোগ দিলেন। অমিত শাহ (Amit Shah)-র পাশে দাঁড়িয়ে ছবি তুলে বিহার বিধানসভা ভোটের (Bihar Assembly Elections 2025) মুখে পদ্মশিবিরে ফিরলেন পবন। তাঁকে টিকিট না দেওয়ায় বিজেপি ছেড়ে এই ভোজপুরী নায়ক গত বছর লোকসভায় নির্দল প্রার্থী হয়ে বিহারের কারাকাট লোকসভায় লড়ে ছিলেন। এবার ভোটের মুখে বিজেপিতে ফিরে পবন যে প্রার্থী হবেন সেটা নিশ্চিত। কিন্তু পবন এমন সময় বিজেপিতে ফিরলেন, যখন তাঁকে নিয়ে জোর বিতর্ক চলছে। কদিন আগেই অভিনেত্রী অঞ্জলি রাঘবের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আপত্তিজনক কাজ করেছিলেন এই ভোজপুরী অভিনেতা-গায়ক।
সম্প্রতি সহ-অভিনেত্রীর সঙ্গে মঞ্চে বিতর্কিত কাজ করেছিলেন পবন
খোলা মঞ্চে পারফমের সময় অঞ্জলি যখন মাইকে কথা বলছিলেন, তখন আচমকাই সহ-অভিনেত্রীর উন্মুক্ত পেটে হাত দিতে দেখা যায় পবনকে। তাঁর এই কাজে যে অভিনেত্রী অঞ্জলি অস্বস্তিতে পড়েছিলেন তা ভাইরাল ভিডিয়োয় সাফ দেখা যায়। পবনের বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগও দায়ের হয়েছিল। এমন সময় বিতর্কিত পবনকে দলে ফিরিয়ে বিজেপি বিহারে ভোটে জয়কেই বেশি গুরত্ব দিচ্ছে তা বোঝাল। পবনের যে ভোটে জেতার মত ভক্তকূল আছে তা নিয়ে কোনও সন্দেহ নেই, তেমনই এই ভোজপুরী তারকা যে মহিলাদের সঙ্গে বারবার বিতর্কিত কাজ করেছেন সেই অভিযোগও এসেছে।
দেখুন সহ অভিনেত্রীর সঙ্গে মঞ্চে ঠিক কী করেছিলেন পবন সিং
Indian men don't know the concept of Consent.
And it gets even worse in UP-Bihar🤢
This is so-called Bhojpuri star Pawan Singh.
Imagine what his fans will be learning from him.pic.twitter.com/rPofG2VbOe
— Tarun Gautam (@TARUNspeakss) August 28, 2025
দেখুন অমিত শাহ, জেপি নাড্ডার পাশে দাঁড়িয়ে বিজেপিতে ফিরলেন পবন
Bhojpuri Superstar Pawan Singh called on Home Minister @AmitShah and @BJP4India President @JPNadda in Delhi today. @PawanSingh909 #BiharElections2025 #Bihar pic.twitter.com/QI98mdJE9b
— Anand Prakash Pandey (@anandprakash7) September 30, 2025
গত বছর আসানসোল লোকসভা পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু সরে দাঁড়িয়েছিলেন
গত বছর লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে পবন সিংকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু মহিলাদের নিয়ে অশ্লীল মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাঙালিদের মধ্যে তাঁকে নিয়ে ক্ষোভ বুঝতে পেরে সরে দাঁড়িয়েছিলেন পবন। ভোজপুরী তারকা আসানসোলের পরিবর্তে বিহার তার বাড়ি কারাকাট থেকে বিজেপির টিকিটে লড়তে চেয়েছিলেন। কিন্তু এই আসনটি জোটধর্ম রক্ষার স্বার্থে বিজেপিকে ছাড়তেই হত রাষ্ট্রীয় লোকমোর্চার উপেন্দ্র কুশওয়াকে। তাই পবনের আপত্তি উড়িয়ে উপেন্দ্রই সমর্থন জানিয়ে কারাকাটে লোকসভায় লড়ছিল বিজেপি। আর বিজেপি ছেড়ে পবন লড়েছিলেন নির্দল হয়ে। শেষ অবধি হেরে গেলেও নির্দল প্রার্থী হয়ে দ্বিতীয় হন পবন সিং, পান ২ লক্ষ ৭৫ হাজারের কাছাকাছি ভোট। সেখানে এই লোকসভায় বিজেপি সমর্থিত এনডিএ প্রার্থী উপেন্দ্র তৃতীয় হয়েছিলেন। পবন সিকে হারিয়ে কারাকাট থেকে জিতে সাংসদ হন সিপিআই(এমএল) নেতা রাজা রাম সিং কুশওয়া।
কারাকাট লোকসভায় নির্দিল হয়ে দাঁড়িয়ে প্রায় ২ লক্ষ ৭৫ হাজার ভোট পেয়েছিলেন
শোনা যাচ্ছে, কারাকাট থেকে আসন্ন বিহার বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হবেন পবন সিং। ভোজপুরী সিনেমা ইন্ডাস্ট্রির প্রায় সব বড় তারকাই এখন বিজেপিতে যোগ দিয়েছেন। মনোজ তিওয়ারি এখন দিল্লি থেকে তিনবারের বিজেপি সাংসদ, রবি কিষাণ গোরক্ষপুর থেকে দুবারের বিজেপি সাংসদ, পাশাপাশি বেশ কয়েকজন ভোজপুরী অভিনেতা-অভিনেত্রীরাও বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন বা সরাসরি প্রচার করেছেন।