শ্রীনগর, ২৭ জানুয়ারি: ১৩৩ দিন ধরে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) । নিরাপত্তায় এমন খামতি কখনও হয়নি। সেই কারণে কিছুক্ষণের জন্য জম্মু কাশ্মীরের বানিহালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বন্ধ হয়ে যায়। নিরাপত্তা এমন খামতি কেন? ভারত জোড়ো যাত্রায় কেন কংগ্রেস কর্মীদের দড়ি ধরে এগোতে হচ্ছে? কেন জম্মু কাশ্মীর পুলিশ নেই রাহুল গান্ধীর নিরাপত্তায়, এমন একাধিক প্রশ্ন তোলা হয় কংগ্রেসের তরফে? পাশাপাশি জম্মু কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় সরকার। তাহলে কেন রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় জম্মু কাশ্মীর পুলিশের দেখা নেই বলেও কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়।
আরও পড়ুন: Bharat Jodo Yatra: কাশ্মীরে নিরাপত্তায় খামতির অভিযোগ, বন্ধ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা
यह वीडियो देखिए
सुरक्षा की इतनी बड़ी चूक यात्रा के 133 दिनों में नहीं हुई।
रस्से कांग्रेस के कार्यकर्ता खींच रहे हैं, कहां है जम्मू कश्मीर की पुलिस?
जम्मू कश्मीर में केंद्र का शासन है, इस चूक की ज़िम्मेदारी किसकी?
आख़िर राहुल गांधी की सुरक्षा में इतनी बड़ी चूक कैसे हुई? pic.twitter.com/tkm8WQSAyr
— Congress (@INCIndia) January 27, 2023
নিরাপত্তায় খামতির পরও কি জম্মু কাশ্মীরে পদযাত্রা করবেন? এমন প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী জানান, তিনি জম্মু কাশ্মীরে পদযাত্রা করবেন। জম্মু কাশ্মীরে কোনওভাবেই ভারত জোড়ো যাত্রা বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানান রাহুল গান্ধী।