Salman Khan.jpg (Photo Credit: Instagram)

মুম্বই, ১৪ অক্টোবর: যে বা যাঁরা সলমন খানকে (Salman Khan) সাহায্য করবেন, তাঁদের ফল ভুগতে হবে। বাবা সিদ্দিকির (Baba Siddique) খুনের পর এবার এভাবেই সুর চড়ানো হল বিষ্ণোই গ্য়াংয়ের (Bishnoi Gang) তরফে। বলিউড অভিনতা সলমন খানকে কোনওভাবে সাহায্য করা হলে, তাঁকে শাস্তি দেওয়া হবে। কোনওভাবে সলমনের সাহায্যকারীকে ক্ষমা করা হবে না। বাবা সিদ্দিকির খুনের পর থেকে বিষ্ণোই গ্যায়ের এই হুমকির জেরে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

আরও পড়ুন: Baba Siddique: গুলি করে ঝাঁঝরা সলমন-ঘনিষ্ঠ নেতা, বাবা সিদ্দিকির অফিসের বাইরে শুনশান অবস্থা

শনিবারাত পূর্ব ব্যান্দ্রার নির্মল নগরে অফিসের বাইরে গুলি চালিয়ে খুন করা হয় বাবা সিদ্দিকিকে। বাবা সিদ্দিকির খুনের পর উঠে আসে লরেন্স বিষ্ণোইয়ের নাম। লরেন্স বিষ্ণোইই বাবা সিদ্দিকিকে খুন করেছে বলে জানা যায়। যা নিয়ে চাঞ্চল্য ছড়াতে শুরু করে। সলমন খানের ঘনিষ্ঠতার জন্যই বাবা সিদ্দিকিকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।