আয়ুষ্মান খুরানা (ছবিঃX)

খাস কলকাতার বুকে সরকারি হাসপাতালে(Hospital) তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের(Rape) ঘটনায় উত্তাল গোটা দেশ, তখনই প্রতিবাদে মুখর বলিউড অভিনাতা আয়ুষ্মান খুরানা(Ayushman Khurana)। ১৪ আগস্ট রাতে স্বরচিত কবিতার মাধ্যমে ন্যায় বিচার চাইলেন অভিনেতা। কবিতার নাম 'আমি যদি ছেলে হতাম।' সোশ্যাল মিডিয়ায় এই কবিতা পাঠ করেছেন তিনি। যা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি নেটিজেনদের একাংশ। এই ভিডিয়োতে তিনি বলেন, "আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম, ঘুরে বেড়াতাম সারা রাত। সকলের মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করার কথা। আজ যদি পড়াশোনা করে চিকিৎসক না হতাম তবে এ ভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হত না। ৩৬ ঘণ্টা কঠোর পরিশ্রম, ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম মমতা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম। তা হলে বেঁচে থাকতাম..." বরাবরই তথাকথিত তারকাদের ভিড়ে আলাদা আয়ুষ্মান। সমাজের নানা ইস্যুতে পেন ধরেছেন। এ বারও চুপ করে রইলেন না। প্রতিবাদের সুরে এই কবিতা লিখে মন জয় করলেন সকলের।

শুনুন আয়ুষ্মান খুরানার সেই কবিতা