রবিবার মুম্বইয়ের শিবাজী পার্কে বিজেপি বিরোধী ইন্ডিয়া-র মহাজনসভায় মঞ্চ মাতালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল-রা না থাকলেও শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, এমকে স্ট্যালিন, তেজস্বী যাদব, উদ্ভব ঠাকরে, প্রিয়াঙ্কা গান্ধী-দের উপস্থিতিতে INDIA-র সুপার সানডে-র মহা জনসমাবেশে বড়মাপের ভিড় হল। ভারত জোড়া ন্যায় যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে রাহুলের মুখে থাকল অপশক্তির কথা।
রাহুল বললেন, " হিন্দু ধর্মে শক্তি নামে একটা কথা আছে। আমরা একটা শক্তির বিরুদ্ধে লড়ছি। অনেকেই বলবে কী সেই শক্তি। সেটি হল এমন অপশক্তি, যেগুলি ইডি, সিবিআই, আয়কর দফতরের অপব্যবহারে তৈরি হয়েছে।"এরপর রাহুল দাবি করেন, মহারাষ্ট্রের এক সিনিয়র নেতা সোনিয়া গান্ধীর কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন," সোনিয়া জি আমার লজ্জা লাগছে এই শক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আমি হারিয়েছি। আমি জেলে যেতে চাই না। উনি একা নন, দেশের হাজার হাজার মানুষকে এই অপশক্তিকে কাজে লাগিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের এই শক্তিকে পরাস্ত করতে হবে সবাই এক জায়গায় এসে।"
দেখুন ভিডিয়ো
#WATCH | Mumbai, Maharashtra: At the conclusion ceremony of the Bharat Jodo Nyay Yatra, Congress leader Rahul Gandhi says, "There is a word 'Shakti' in Hinduism. We are fighting against a Shakti. The question is, what is that Shakti. The soul of the King is in the EVM. This… pic.twitter.com/lL9h9W0sRf
— ANI (@ANI) March 17, 2024
রাহুল গান্ধী-র ভারত জোড়ো ন্যায় যাত্রার সমাপ্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে এক মঞ্চে দেখা গেল দেশের বিরোধী দলগুলির প্রধান নেতাদের। মুম্বইয়ে ইন্ডিয়া-র জনসভায় মল্লিকার্জন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-র সঙ্গে এনসিপি প্রধান শরদ পাওয়ার, এনসি প্রধান ফারুক আবদুল্লা, আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন, শিবসেনা প্রধান উদ্ভব ঠাকর-সহ বেশ কয়েকজন বড় নেতাকে দেখা গেল। অশোক গেহলট থেকে সচিন পাইলট, রাজীব শুক্লা সহ কংগ্রেসের শীর্ষ স্থানীয় সব নেতাদের মায়ানগরীর এই সভায় উপস্থিত থাকতে দেখা গেল।
তবে নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় ইন্ডিয়ার জনসভায় উজ্জ্বল অনুপস্থিতি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আসন সমঝোতা না হওয়ায় ইন্ডিয়া জোট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর নীতীশ কুমার আগেই ইন্ডিয়া ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছেন। ইন্ডিয়া জোটের আরও একদল আরএলডিও এনডিএ-তে যোগ দিয়েছে।
ইন্ডিয়ার মহা জনসভার মঞ্চে বক্তব্য রাখতে উঠে তেজস্বী যাদব মিডিয়ার একাংশকে কটাক্ষ করলেন। তেজস্বীর বক্তব্য, "মিডিয়ার একটা বড় অংশে মোদীর হয়ে ঢাক পেটাতে এতই ব্যস্ত যে তাদের কিছুই দেখায় না।" ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বললেন, "যবে থেকে আমরা জোটের নাম রেখেছি, তখন থেকে বিজেপি নেতা-মন্ত্রীরা আর দেশের ইন্ডিয়া নামটা মুখে নেয় না। আমরা ওদের এতটাই আশঙ্কা তৈরি করতে পেরেছি।"