আগামী মাসেই জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর তা দেখে ক্ষুব্ধ রাজ্য বিজেপি নেতৃত্ব। কার্যত প্রার্থী তালিকা ছিঁড়ে বিক্ষোভ দেখালো আদি বিজেপি (BJP) কর্মীরা। এদিন প্রায় ৪৪ জন প্রার্থীর নাম প্রকাশ করে বিজেপি। যার মধ্যে ন্যাশানাল কনফারেন্স, কংগ্রেস থেকে আসা নেতাদের নাম তালিকায় ছিল। কিন্তু জম্মু বিজেপির দীর্ঘদিনের নেতা কোবিন্দর গুপ্তা, রাজ্য সভাপতি রবীন্দ্র রায়না, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী নির্মল সিংয়ের মতো নেতাদের নাম ছিল না। এই নিয়ে অসন্তোষ দেখা যায় বিজেপি নেতাকর্মীদের মধ্যে। তাঁরা হুমকি পর্যন্ত দেয় যে এই তালিকা বাতিল না হলে বিজেপির আদি নেতা কর্মীরা কেউ ভোট দেবে না।
এই তালিকা প্রকাশের ঘন্টাখানেকের মধ্যেই অবশ্য তা বাতিল করে দেওয়া হয়। শোনা যাচ্ছে নয়া তালিকায় পুরোনো নেতাকর্মীদের সংযোজন করতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, এই তালিকায় ৩ জন কাশ্মীরি পণ্ডিত এবং ১৪ জন মুসলিম প্রার্থীরও নাম ছিল। তা নিয়ে বিশেষ আপত্তি জানায়নি নেতাকর্মীরা। আসলে তাঁদের প্রধান সমস্যা ছিল দলবদলু নেতাদের নিয়ে। বিজেপির এক কর্মীর অভিযোগ, আমরা প্রায় ৪০ বছর ধরে এক নিষ্ঠায় দলের সঙ্গে ছিলাম। প্রচুর অত্যাচার হয়েছে আমাদের সঙ্গে, কিন্তু তারপরেও দলকে ভালোবেসে আমরা কাজ করেছি। আর তারপর আমাদের সঙ্গে এরকম অন্যায় কেন হল? যা অন্য দল থেকে এসেছে তাঁদের সঙ্গে সঙ্গে টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে।
Jammu: As soon as the first list was released, BJP workers protested outside the state president's office
A party worker says ''We just want to say that our representative has been a dedicated BJP worker for 40 years. He has served in various roles, faced challenges, and done… pic.twitter.com/h4rzBMu3vx
— IANS (@ians_india) August 26, 2024
পরে অবশ্য ১৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে রাজ্য বিজেপি। তবে এই তালিকা নিয়েও দলীয় কর্মীরা বেশ ক্ষুব্ধ। প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জম্মু-কাশ্মীরে নির্বাচন। চলবে ১ অক্টোবর পর্যন্ত। ফলপ্রকাশ হবে ৪ অক্টোবর। বিজেপির পাশাপাশি সম্প্রতি আম আদমি পার্টি এবং প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের পার্টি ডেমোক্রেটিক প্রগেসিভ আজাদ পার্টিও তালিকা প্রকাশ করেছে।