Sameer Wankhede (Photo Credit: Twitter/ANI)

 মুম্বই, ২৭ অক্টোবর:  এনসিবির মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন মহারাষ্ট্রের মন্ত্রী  নবাব মালিক। যার প্রেক্ষিতে শুরু হয়েছে জোরদার শোরগোল। নবাব মালিকের (Nawab Malik) অভিযোগ এবং মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সাইলের ভিত্তিতে এবার সমীর ওয়াংখেড়ের বয়ান নথিভুক্ত করা হয়েছে। এমনই জানালেন এনসিবির ডিডিজি জ্ঞানেশ্বর সিং। পাশাপাশি তিনি আরও বলেন, দিল্লি (Delhi) থেকে ৫ সদস্যের এনসিবির একটি দল আসছে। তারাই তদন্ত করবে। আরিয়ান খান মামলার প্রভাকর সাইল যে অভিযোগ করেন সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে, দিল্লি থেকে আসা ৫ সদস্যের দল তা খতিয়ে দেখবে বলে জানান জ্ঞানেশ্বর সিং।

আরিয়ান খানের গ্রেফতারির পর একের পর এক অভিযোগ উঠে আসছে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। যার মধ্যে অন্যতম ঘুষের অভিযোগ।

আরও পড়ুন:  Sameer Wankhede: শাবানার সঙ্গে 'নিকাহ' সমীর ওয়াংখেড়ের, ছবি শেয়ার করে বিস্ফোরক দাবি মন্ত্রীর

আরিয়ান (Aryan Khan) মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সাইল অভিযোগ করেন শাহরুখ (Shah Rukh Khan) তনয়কে ছাড়তে ২৫ কোটি ঘুষের প্রস্তাব দেওয়া হয় এনসিবির তরফে। যার মধ্যে ৮ কোটি সমীর ওয়াংখেড়ে খাতে বরাদ্দ করা হয়। এনসিবির জোনাল ডিরেক্টরের বিরুদ্ধে সাইলের ওই অভিযোগের পর থেকে শোরগোল শুরু হয়েছে। এমনকী, এ  বিষয়ে তাঁর কাছে সমস্ত তথ্য প্রমাণও রয়েছে বলে দাবি করেন প্রভাকর সাইল।