ন ইন্ডাস্ট্রির এক প্রাক্তন অভিনেত্রী। মাসখানেক আগে ওঠা এই অভিযোগে বিরুদ্ধে শুরু হয় তদন্ত এবং গ্রেফতার হওয়ার সম্ভাবনা দেখে আগে থেকেই কেরল হাইকোর্টের জামিনের আবেদন করেছিলেন সিদ্দিকি। তবে সম্প্রতি সেই আবেদন খারিজও করে দেয় আদালত। সূত্রের খবর, মঙ্গলবার থেকেই তাঁকে গ্রেফতার করার প্রস্তুতি শুরু করে দিয়েছে পুলিশ। এদিন তাঁর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টও জারিও করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযান।
সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে তিরুবন্তঅনন্তপুরমের একটি হোটেলে সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভল দেখিয়ে ধর্ষণ করেছিল ওই মহিলাকে। ২০১৯ সালে এই বিষয়ে মুখও খুলেছিলেন নির্যাতিতা মহিলা। কিন্তু সেই সময় ভিত্তিহীন অভিযোগ বলেছিলেন বর্ষীয়ান অভিনেতা। তবে গতমাসে হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর ফের এই অভিযোগের সরব হন মহিলা। আর তারপরেই কেরল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই নিয়ে প্রতিবাদ শুরু হয়। এমনকী আরও অনেক মহিলা সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগও তোলে। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন।
সূত্রের খবর, নির্যাতিতা মহিলা পুলিশে অভিযোগ করার পরেই শুরু হয় তদন্ত। আর প্রাথমিক তদন্তে সিদ্দিকির বিরুদ্ধে সন্দেহের তির যাচ্ছে। তারপরেই তাঁকে গ্রেফতার করতে তৎপর হয়ে ওঠে কেরল পুলিশ। এদিকে সিদ্দিকি ছাড়াও মি টু অভিযোগে নাম জড়িয়েছে নিভিন পউলি, মুকেশ মাধবন, মানিয়ানপিল্লা রাজু সহ একাধিক অভিনেতার নাম।