Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

ফের রাসায়নিক গ্যাস লিক হওয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনা। এবার মুম্বইয়ের (Mumbai) আন্ধেরির ভাংগারওয়াড়িতে একটি ছোট শিল্প কারখানায় রাসায়নিক চেম্বার থেকে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বিষাক্ত ধোঁয়া শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও দুই শ্রমিক। এদিন বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে এমআইডিসি থানার কাছে একটি কারখানায়।

বৃহন্মুম্বই পুরসভা (BMC) তথ্য অনুযায়ী, মৃত যুবকের নাম আহমেদ হুসেন (২০)। নওশাদ আনসারি (২৮) এবং সাবা শেখ (১৭) শারীরিক অবস্থা গুরুতর। বর্তমানে তাঁরা হোলি স্পিরিট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। দমকল ও এনডিআরএফের আধিকারিকরা তাঁদের উদ্ধার করেছে। মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রাসায়নিক গ্যাস কীভাবে লিক করল, তার সঠিক কারণ জানার জন্য তদন্ত করছে পুলিশ ও দমকল আধিকারিকরা।

প্রসঙ্গত, এই ঘটনার মাত্র দু'দিন আগে উত্তর প্রদেশের সান্দিলায় গ্যাস লিক হওয়ায় আতঙ্ক ছড়ায়। প্রায় ১৬ জন ছাত্র-ছাত্রীর শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং বমিভাবের মতো উপসর্গ দেখা দেয়। গন্ধ তীব্র হওয়ায় ছাত্ররা ক্লাসরুম ছেড়ে বেরিয়ে আসে এবং অসুস্থদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। দুটি ঘটনাই শিল্পক্ষেত্রে সুরক্ষার মান নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।