
ভারী ঝড়বৃষ্টি শুরু হয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। এরমধ্যেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল লাখিমপুরে (Lakhimpur)। জানা যাচ্ছে, ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ দেওয়াল। আর সেই ধ্বংসস্তুপে চাপা পড়লেন একই পরিবারের ৫ সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে বাকি তিনজনের অবস্থাই আশঙ্কাজনক রয়েছে বলে জানা যাচ্ছে। গোটা ঘটনায় থমথমে এলাকা।
মৃতরা একই পরিবারের সদস্য
সূত্রের খবর, এদিন সকাল থেকেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছিল লাখিমপুর জেলায়। এই ঝড়বৃষ্টি জেরে নিঘাসন গ্রামে একটি দেওয়ালের ওপর গাছ উপড়ে পড়ে। সেই কারণে ভেঙে যায় দেওয়াল। আর তাতেই ওই দেওয়াল লাগোয়া একটি কাঁচা বাড়ির ভেঙে যায়। এই ঘটনায় একই পরিবারের পাঁচজন আহত হন। যাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়। পরিবারের তরফে জানা গিয়েছে, মৃতরা সম্পর্কে বাবা ও মেয়ে।
লাখিমপুরে ভারী ঝড়বৃষ্টির জেরে রাস্তাঘাটে বিপর্যয়
লাখিমপুর জেলার বিভিন্ন এলাকায় নদী ধসের ঘটনা ঘটেছে। এছাড়া গাছ উপড়ে পড়েও রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। তবে এই ঘটনা ছাড়া আর হতাহতের কোনও খবর এখনও আসেনি।