রবিবাসরীয় দুপুরে উত্তরপ্রদেশের আলিগড়ে সড়ক দুর্ঘটনা (Aligarh Road Accident)। দুটি ট্রাকের ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা। যার ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে জিটি রোডের ৩৪ নম্বর জাতীয় সড়ক। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করে। তবে পেছনের ট্রাকটি এমনভাবে দুর্ঘটনার কবলে পড়ে যে আহত ট্রাক চালক ও তাঁর সহকারীকে বের করে আনতে ব্যবহার করা হয় জেসিবি। আহতদের ঘন্টাখানেকের চেষ্টায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে, রাস্তার ধারে একটি মালবাহী ট্রাক মেরামতির জন্য দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আমভর্তি আরেকটি ট্রাক এসে ধাক্কা মারে। যার ফলে ঘটে এই দুর্ঘটনা।

বন্ধ ছিল যান চলাচল

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় মহুয়াখেরা থানার পুলিশ। তাঁরা জেসিবি এসে আহত চালক ও খালাসিকে উদ্ধার করে। দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ বন্ধ ছিল যান চলাচল। পরে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়ার পর দুটি গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পেছন থেকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। যার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। এদিকে ঘটনাস্থলে পুলিশ দেরিতে পৌঁছেছে বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা।