SC: গত চার বছরে রাজ্যের কারাগারে ৬২ শিশুর জন্ম হয়েছে, কারাবন্দি মহিলাদের গর্ভধারণের বিষয় নিয়ে চিন্তিত শীর্ষ আদালত
নারী বন্দিদের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা যেভাবে বেড়ে চলেছে তাতে চিন্তিত দেশের শীর্ষ আদালত।
নয়াদিল্লি: সারাদেশের কারাগারে নারী বন্দিদের অন্তঃসত্ত্বা (Pregnancies) হওয়ার ঘটনা যেভাবে বেড়ে চলেছে তাতে চিন্তিত দেশের শীর্ষ আদালত। কারাগারে থাকাকালীন নারী বন্দিরা (Women Prisons) অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন এবং কারাগারেই তাঁদের সন্তানরা জন্ম নিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যগুলিতে কারাগারের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে বিষয়টি নজরে আসে। এরপরই কারাগারে পুরুষের প্রবেশ বন্ধ করার আর্জি জানিয়েছেন আইনজীবী তাপস ভঞ্জ। নারী বন্দিদের অন্তঃসত্ত্বার নিয়ে সুওমটু মামলার (Suo Motu Case) শুনানি চলছে সুপ্রিম কোর্টে।
পশ্চিমবঙ্গের জেলের এডিজি ও আইজি জানিয়েছেন, গত চার বছরে রাজ্যের জেলে ৬২ জন শিশুর জন্ম হয়েছে।
‘অ্যামিকাস কিউরে’ বা আদালত বন্ধু হিসাবে নিযুক্ত আইনজীবী তাপস ভঞ্জ'র জানিয়েছেন, ‘রাজ্যের সংশোধনাগারগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে যে ছবি উঠে এসেছে তা খুবই উদ্বেগজনক। সংশোধনাগারে থাকাকালীন নারী বন্দিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। ১৯৬ জন শিশু মায়ের সঙ্গে সংশোধনাগারে রয়েছে।'