
অমৃতসরে (Amritsar) দুষ্কৃতি তাণ্ডব। আততায়ীদের গুলিতে খুন হতে হল শিরোমনি অকালি দলের এক কাউন্সিলরকে। রবিবার ঘটনাটি ঘটেছে অমৃতসরের ছেহর্তায় একটি গুরুদ্বারের সামনে। মৃত্যু হয়েছে হরজিন্দর সিং বাহমানের। কার্যত গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলরের শরীর। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। তাঁরাই দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যেই হামলাকারীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
অকালি দলের নেতাকে গুলি করে খুন
হরজিন্দর রবিবার বিকেলে অমৃতসরের গুরুদ্বারে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। সেখান থেকে বেরোনোর সময় একদল বাইক বাহিনী তাঁকে ঘিরে ধরে। তারপর চলে এলোপাথারি গুলিবর্ষণ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় হরজিন্দর লুটিয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমরক্ষে ৫-৬ জন এই হামলায় সামিল ছিল। ঘটনার সময় দুষ্কৃতীদের মুখে ছিল মাস্ক ও মাথায় ছিল হেলমেট।
মাদক বিক্রি বন্ধের দাবি জানিয়েছিলেন হরজিন্দর সিং
কাউন্সিলরের পরিবারের তরফে জানানো হয়েছে, এলাকায় বেআইনি মাদক বিক্রি বন্ধ দাবিতে সোচ্চার হয়েছিলেন অকালি দলের এই প্রভাবশালী নেতা। এই নিয়ে স্থানীয় মাদক বিক্রেতারা তাঁকে লাগাতার হুমকিও দিচ্ছিল। এমনকী দিনকয়েক আগে বাড়ির সামনে শূন্যে গুলি ছুড়ে হুমকিও দেয় তাঁরা। তবে এসব হুমকি উপেক্ষা করেই মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিলেন হরজিন্দর। সেই কারণেই তাঁকে এদিন খুন করা হয়েছে।