
অবশেষে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় আহতদের তালিকা প্রকাশ করল প্রশাসন। বৃহস্পতিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়া এআই ১৭১ (Air India AI171) বিমানটি আছড়ে পড়েছিল মেঘানিনগরে। এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। তালিকার মধ্যে সকলেই ভারতীয় নাগরিক বলে জানা যাচ্ছে। উদ্ধার হওয়া ভারতীয় যাত্রীদের ইতিমধ্যেই আহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। এদিকে বিমানটি যে এলাকায় আছড়ে পড়েছিল, সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে আহতদের তালিকা প্রকাশ করেছে রাজ্য প্রশাসন ও আহমেদাবাদ পুলিশ।
আহতদের মধ্যে রয়েছেন মেডিকেল কলেজের পড়ুয়ারাও
জানা যাচ্ছে, বিমানযাত্রীদের মধ্যে যেসব ভারতীয়রা আহত হয়েছেন ৩ জন মহিলা এবং ২২ জন পুরুষ রয়েছেন। তাঁদের সকলেরই চিকিৎসা চলছে। যদিও কতজন বিদেশি হতাহত হয়েছেন সেই তালিকা এখনও প্রকাশ করা হয়নি। এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে আরও একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে এই দুর্ঘটনার জেরে যে সমস্ত স্থানীয় বাসিন্দা, মেডিকেল কলেজ পড়ুয়া, কর্মীরা আহত হয়েছেন, তাঁদের নাম রয়েছে। জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে অধিকাংশ হোস্টেল পড়ুয়া, কর্মী রয়েছেন। এরাও সকলে সিভিল হাসপাতালে চিকিৎসারত।
দেখুন তালিকা
Ahmedabad Police issues a list of 25 injured in plane crash in Ahmedabad.
Additional Chief Secretary of Gujarat Health Department says, "Ahmedabd Civil Hospital students' hostel, staff quarters and other residential areas are located in the area where the plane crashed. About 50… pic.twitter.com/KWlVtuASp8
— ANI (@ANI) June 12, 2025
আহমেদাবাদে বিমান দুর্ঘটনা
প্রসঙ্গত, ভয়াবহ এই দুর্ঘটনাটি এদিন দুপুর ১টা ৩৮ নাগাদ ঘটেছে। বিমানটি রানওয়ে ছেড়ে যখন আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই জনবহুল এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগেও মে-ডে কল করেছিলেন বিমানের পাইলট। কিন্তু ততক্ষণে এটিসি কিছু করে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। ঘটনাস্থলে বিভিন্ন উদ্ধারকারী দলের সদস্যরা গিয়ে উদ্ধারকাজ শুরু করে।